PSC Clerkship Practice Set 43: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা এই পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, তাদের জন্য আমরা এই প্র্যাকটিস সেট সেশনের বন্দোবস্ত করেছি। এই সেশানে আমরা প্রতিদিন একটি করে প্রাকটিস সেট আপলোড করছি। যে সেট গুলির মাধ্যমে আপনারা আপনাদের প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন।

ইতিমধ্যেই ৪২ টি সেট আমাদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। আপনারা একে একে প্রত্যেকটি প্র্যাকটিস সেট চেক করে নিন। আমরা নিশ্চিত এই প্র্যাকটিস সেট গুলির মাধ্যমে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকেরের নতুন WBPSC Clerkship Practice Set 43 দেখে নেওয়া যাক।

PSC Clerkship Practice Set 43

(১). ইতিহাসে কোন রাজা কুনিক নামে পরিচিত ছিলেন?

  •  অজাত শত্রু
  •  বিম্বিসার 
  •  অশোক 
  •  বিন্দুসার   

(2). মগধের প্রথম রাজধানীর নাম কি?

  •  কাশি 
  • পাটালিপুত্র
  •  বৈশালী
  •  রাজগৃহ

(3) কে নন্দ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা?

  •  মহাপদ্মানন্দ 
  •  বিম্বিসার  
  •  অজাত শত্রু  
  •  ধননন্দ        

(4). আলেকজান্ডার ভারতে সব মিলিয়ে কত মাস অবস্থান করেছিল?

  •  ১৯ মাস 
  •  ১৬ মাস
  •  ২৪ মাস
  •  ২০ মাস    

(5). রাজা পুরুষ বিরুদ্ধে বিশ্বজয়ী আলেকজান্ডার কোন নদীর তীরে যুদ্ধে আবতির্ন হয়েছিলেন?

  •  ঝিলাম 
  •  সিন্ধু 
  •  ইরাবতী 
  •  রবি  

(6). নিম্নে উল্লেখিত কোন বৈদেশিক শক্তির আক্রমণ প্রাচীনকালে ভারতের ঘটেনি?

  •  মেসিডোনিয়া
  •  দাস বংশ 
  •  পার্থিয়ান
  •  গ্রিক

(7). পতঞ্জলি একসময়ের বিশিষ্ট ব্যাকরণবিদ ছিলেন, কার সমসাময়িক ছিলেন?

  •  পুষ্যমিত্র শুঙ্গ 
  •  অগ্নিমিত্র শুঙ্গ   
  •  গৌতমীপুত্র সাতকর্ণী 
  •  বাসুদেব কাম্ব     

(8). কোন লেখক কাদম্বরী গ্রন্থটিকে লিখেছেন?

  •  কলহণ 
  •  ক্ষেমেন্দ্র
  •  বানভট্ট    
  •  ভবভূতি

(9). নিম্নে উল্লেখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণা করার জন্য বিখ্যাত?

  •  বিপান চন্দ্র
  •  সতীশ চন্দ্র 
  •  অমলেশ ত্রিপাঠী 
  •  রামশরণ শর্মা 

(10). পারগল খানের আমলে হিন্দুদের কোন কাব্যগ্রন্থটির বাংলায় অনুবাদ শুরু হয়? 

  •  মহাভারত
  •  রামায়ণ   
  •  ব্রাহ্মসূত্র
  •  উপনিষদ

(11). ভারতের কোথায় ব্যারেন আগ্নেয়গিরি অবস্থান করছে?

  •  নিকোবর দ্বীপে
  •  লাক্ষাদ্বীপে
  •  পক প্রণালীতে
  •  মালটা খাড়িতে 

(12). ভারতের সব থেকে দীর্ঘ হিমবাহের নাম কি?

  •  গঙ্গোত্রী
  •  জ্যামু
  •  সিয়াচেন
  •  কিন্ডারি

(13). ভারতে প্রথম কোথায় খনিজ তেল আবিষ্কৃত হয়?

  •  ডিগবয়
  •  সুরমা ভ্যালি
  •  নাহারকাটিয়া
  •  রুদ্রসাগর

(14). পশ্চিমবঙ্গের ‘ডার্টি পোর্ট’ কোথায় অবস্থিত?  

  •  কলকাতা
  •  কলকাতা, দিঘা ও হলদিয়া
  •  কলকাতা ও হলদিয়া
  •  দীঘা 

(15). নিম্নে উল্লেখিত কোন ধাতুটি সর্বোৎকৃষ্ট বিদ্যুৎ ও তাপ পরিবাহী?

  •  তামা
  •  সোডিয়াম
  •  পটাশিয়াম
  •  রুপা 

Ans: (1) অজাত শত্রু (2) রাজগৃহ (3) মহাপদ্মানন্দ (4) ১৯ মাস (5) ঝিলাম (6) দাস বংশ (7) পুষ্যমিত্র শুঙ্গ (8) বানভট্ট (9) রামশরণ শর্মা (10) মহাভারত (১১) নিকোবর দ্বীপে (১২) সিয়াচেন (13) ডিগবয় (14) কলকাতা (15) রুপা। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button