PSC Clerkship Practice Set 33: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship 2023 চাকরি প্রার্থীদের জন্য আমরা এই নতুন প্র্যাকটিস সেশনের ব্যবস্থা করেছি। যে সেশানে আমরা প্রতিদিন একটি করে Practice Set আপলোড করছি। আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রতিদিন এই প্র্যাকটিস সেটগুলোতে চোখ বুলিয়ে নিন। এই প্র্যাকটিস সেট গুলি থেকে আপনাদের আগত চাকরির পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনার প্রবল। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকেরের সম্পূর্ণ নতুন PSpC Clerkship Practice Set 33 দেখে নিন। 

(১). হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল?

(i) লোথাল (ii) কালিবঙ্গাল (iii) রোপার (iv) কোট ডিজি  

(2). হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্য কোন জায়গাটি গুজরাটে অবস্থিত নয়?

(i) লোথাল (ii) সুরকোটাডা (iii) বানওয়ালি (iv) ধোলাভিরা  

(3).  ভারতীয় সংগীতের উৎস কোন বেদ থেকে?

(i) সাম (ii) ঋক (iii) অথর্ব (iv) যজু        

(4). পুরাণের সংখ্যা __

(i) ১৮ (ii) ১১ (iii) ১০ (iv) ৪৩             

(5). জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?

(i) রাঢ় সমভূমিতে (ii) পুরুলিয়া উচ্চভূমিতে (iii) বালাসন সমভূমিতে (iv) ডুয়ার্স সমভূমিতে   

(6). ১৮৮৯ সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবঙ্গের কোন স্থানটি ঘোষণা করা হয়েছে?

(i) বাঁকুড়ার পোড়ামাটির মন্দির (ii) সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (iii) জলদাপাড়ার অরণ্য (iv) দার্জিলিং পাহাড়ের বাস্তু সংস্থান       

(7). পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কি ব্যবহার করা হয়?

(i) প্লাটিনাম (ii) তামা (iii) সিসা (iv) লোহা 

(8). সমস্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমান কি?

(i) বিস্তার (ii) কম্পাঙ্ক (iii) শূন্যস্থানে বেগ (iv) শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য   

(9). ১৯৯০ – ৯৯ দশকের পরিসংখ্যানে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল?

(i) ২.২% (ii) ২.৫% (iii) ১.৮% (iv)২%

(10). ভারতের দারিদ্র সীমা কিভাবে নির্ধারিত হয়?

(i) অধিকাংশের আর্যস্তর দ্বারা (ii) জনগণের জীবন যাত্রার মান দ্বারা (iii) জনগণের ক্যালরি সূচক দ্বারা (iv) উপরের কোনোটিই নয়  

Ans: (1) লোথাল (2) বানওয়ালি (3) সাম (4) ১৮ (5) ডুয়ার্স সমভূমিতে (6) সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (7) সিসা(8) শূন্যস্থানে বেগ (9) ১.৮% (10) জনগণের ক্যালরি সূচক দ্বারা

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button