ICDS Practice Set 40: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 40: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

রাজ্যের একের পর এক বিভিন্ন জেলার জন্য ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদেরকে অনেক শুভকামনা রইল। আমাদের পরামর্শ যে, আপনারা প্রতিদিন আপনাদের প্রয়োজনীয় প্রস্তুতির সাথে সাথে প্র্যাক্টিসেটে অংশগ্রহণ করে আপনাদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তুলুন। আজকেরের নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). দাদাভাই নওরোজী প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত কে করেছিলেন?

(i) বালগঙ্গাধর তিলক (ii) মহাদেব গোবিন্দ রানাডে (iii) ফিরোজ শাহ মেহতা (iv) গোপালকৃষ্ণ গোখলে 

(2). দেশভাগের সময় ভারত সবমিলিয়ে কতগুলি সামন্ত রাজ্য ছিল?

(i) ৫৯৮টি (ii) ৫৫৫ টি (iii) ৫৬২টি (iv) 560 টি   

(3). ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কে?

(i) গর্ডন চাইল্ড (ii) আলেকজান্ডার কানিংহাম   (iii) জন মার্শাল (iv) মার্টিমার হুইলার     

(4). মুসলিম লীগ ও ভারতীয় কংগ্রেসার মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 

(i) ১৯১১ সালে (ii) ১৯০৭ সালে (iii) ১৯১৯ সালে (iv) ১৯১৬ সালে   

(5). খাদার কি নয়?

(i) নবীন (ii) কাঁকড় পূর্ণ (iii) ঘন বর্ণের (iv) প্লাবিত

(6). শালগাছ কি ধরণের উদ্ভিদ?

(i) চির সবুজ গাছ (evergreen)  (ii) পর্ণমোচী  গাছ (deciduous) (iii) সরলবর্গীয় (coniferous) (iv) জেরোফাইট (xerphyte) 

(7). আন্টার্টিকায় ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ কি?

(i) সালফার ডাই অক্সাই (ii) নাইট্রোজেন ডাই অক্সাই (iii) ক্লোরিন নাইট্রেট (iv) ফ্রেয়ন   

(8). তসর রেশম কে উৎপন্ন করে?

(i) Bombyx মরি (ii) Antheraea mytlitta (iii) Antheraea assamensis (iv) Philosomia ricini 

(9). কোন ধারণাটি দেশের মোট জাতীয় আইন হিসাব করতে ব্যবহৃত হয় না? 

(i) ব্যক্তিগত বিনিয়োগ (ii) সরকার ক্রিতো দ্রব্যাদি  (iii) নেট বৈদেশিক বিনিয়োগ (iv) নাগরিকদের মাথাপিছু আয়    

(10). মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবথেকে বেশি লাভজনক?

(i) বেতনভুক মানুষ (ii) ঋণদাতা (iii) শ্রমিক শ্রেণী (iv) ঋণগ্রহীতা   

Ans: (1) মহাদেব গোবিন্দ রানাডে (2) ৫৬২টি (3) আলেকজান্ডার কানিংহাম (4)  ১৯১৬ সালে (5) কাঁকড় পূর্ণ (6) পর্ণমোচী  গাছ (deciduous) (7) ফ্রেয়ন (8) Antheraea mytlitta (9) নেট বৈদেশিক বিনিয়োগ (10) ঋণগ্রহীতা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button