কারেন্ট অ্যাফেয়ার্স 3rd October 2023 | Daily Current Affairs In Bengali 2023 PDF

প্রতিদিনের ন্যায় আজও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন একটি সেশন নিয়ে উপস্থিত হলাম। আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে wbcs, food si, kolkata police, primary tet, ssc gd constable, etc. তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের 3rd October Current Affairs শুরু করা যাক। 

** ২০২৩ সালের চিকিৎসা ক্ষেত্রে কে নোবেল পুরস্কার পাচ্ছে?

(১) কাটলিন কারিকো (২) ডেভিড জুলিয়াস (৩) জুলিয়াস আদামাস (৪) ড্রিউ উইজম্যান 

Ans. কাটলিন কারিকো(হাঙ্গেরির বাসিন্দা) & ড্রিউ উইজম্যান (যুক্তরাষ্ট্রের বাসিন্দা)

** এশিয়ান গেমস ২০২৩ এ ৩০০০ মিটার স্টিপলচেছে অবিনাশ সাবলে কোন পদক জিতল?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ এ পুরুষদের স্কোয়াসের দলগত বিভাগে কোন পদক জিতলো?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ এ ব্যাটমিন্টন পুরুষদের দলগত বিভাগে কোন পদক জিতলো?   

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. রুপো

এশিয়ান গেমস ২০২৩ এ পুরুষদের শটপাটে তেজিন্দর সিং তুর কোন পদক জিতলো?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা

সাম্প্রতি কোন রাজ্য সরকার তামাক কেনার বয়সের সময়সীমা ১৮ থেকে বাড়ি ২১ করল?

(১) ওড়িশা (২) কর্ণাটক (৩) উত্তর প্রদেশ (৪) হরিয়ানা

Ans. কর্ণাটক 

সম্প্রতি কাইমুর জেলায় দ্বিতীয় ব্যাঘ্র সংরক্ষনাগার স্থাপিত করা হচ্ছে। কাইমুর জেলা কোন রাজ্যে অবস্থিত?

(১) উত্তর প্রদেশ (২) বিহার (৩) মহারাষ্ট্র (৪) তামিলনাড়ু

Ans. বিহার

সম্প্রতি কোন দেশ Yaogan 3304 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করল?

(১) ইজরায়েল (২) ইরান (৩) রাশিয়া (৪) চিন

Ans. চিন

সম্প্রতি প্রয়াত সরোজা বৈদ্যনাথন নিচে দেওয়া কোন জনপ্রিয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?

(১) ভারতনাট্যম (২) কথাকলি (৩) মনিপুরী (৪) 4 মোহিনীআট্টম  

Ans. ভারতনাট্যম

এশিয়ান গেমস ২০২৩ এ সিমা পুনিয়া কোন পদক জিতলো?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. রুপো (সিমা পুনিয়া ডিস্কাস নিক্ষেপে জিতেছে)

SBI লাইফ ইন্সুরেন্স এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কে?

(১) রমেশ দাশগুপ্ত (২) অমিত জিংরান (৩) তপন সান্যাল (৪) অমর শর্মা

Ans. অমিত জিংরান

পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button