WBPSC Clerkship Practice Set 18: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship Practice Set 18: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরীক্ষাটি কি পরিমান প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে। এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেওয়া স্পেশাল প্রাক্টিস সেটে প্রতিদিন গ্রহণ করুন।

(১) তিতুমীর ছিলেন__

(i) সিপাহী বিদ্রোহের নেতা (ii) নীল বিদ্রোহের নেতা (iii) ফরাজি আন্দোলনের নেতা (iv) ওয়াহাবি আন্দোলনের নেতা 

(2). কোন সালে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল?

(i) ১৮৫৯ (ii) ১৮৬৩ (iii) ১৮৬০ (iv) ১৮৬৯

(3). নীল বিদ্রোহ নিয়ে কোন পত্রিকায় নিয়মিত খবর দেওয়া হতো?

(i) টাইমস অফ ইন্ডিয়া (ii) ইংলিশ ম্যান (iii) স্টেটসম্যান (iv) হিন্দু প্যাট্রিয়ট 

(4). কোন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল?

(i) ১৮৫৭ (ii) ১৮৭১ (iii) ১৮৫৯ (iv) ১৮৫৫

(5). সারাবতি জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

(i) কর্ণাটক (ii) তামিলনাডু (iii) অন্ধ্রপ্রদেশ (iv) উড়িষ্যা 

(6 পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোথায় অবস্থিত?

(i) মিসিসিপি বদ্বীপ (ii) ইরাবতী বদ্বী (iii) গাঙ্গেয় বদ্বীপ (iv) গোদাবরী বদ্বীপ 

(7). 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমান অক্সিজেন বহন করতে পারে?

(i) 10ml (ii) 40ml (iii) 30ml (iv) 20ml   

(8). লোহিত রক্ত কণিকার আয়ু কত?

(i) এক মাস (ii) এক সপ্তাহ (iii) এক বছর (iv) চার মাস     

(9) ভারতের রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? 

(i) সুপ্রিম কোর্ট (ii) সংসদ (iii) কেন্দ্রীয় মন্ত্রিসভা (iv) বিশেষ ট্রাইবুলান 

(10). রাজ্যের আইনসভার উপরে কক্ষ কোনটি?

(i) বিধানসভা (ii) লোকসভা  (iii) বিধান পরিষদ  (iv) রাজ্যসভা 

Ans: (1) ওয়াহাবি আন্দোলনের নেতা  (2) ১৮৫৯ (3) হিন্দু প্যাট্রিয়ট(4) ১৮৫৫ (5) কর্ণাটক (6) গাঙ্গেয় বদ্বীপ (7) 20ml (8) চার মাস  (9) সংসদ (10) বিধান পরিষদ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button