Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Clerkship Practice Set 12: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship Practice Set 12: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

0
WBPSC Clerkship Practice Set 12: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন
WBPSC Clerkship Practice Set 12: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship পরীক্ষা নিয়ে প্রতিদিন কোন কোনো খবর উঠে আসছে। এর ফলে এটা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন শুরু হলে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এই নিয়োগে অংশগ্রহণ করে একটি চাকরি নিশ্চিত করার জন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি পর্ব শুরু করে দিন। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের আয়োজন করে চলেছি। যা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিয়ম করে আপলোড করা হচ্ছে। আপনারা সেলফি স্টাডির পাশাপাশি এই সমস্ত প্র্যাকটিসেগুলোতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলুন।

(1) রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল__

(i) শিশোদিয়া   (ii) কাছোয়া (iii) পারামর  (iv) সোলাঙ্কি 

(2). ‘রজমনামা’ যে গ্রন্থটির ফরাসি অনুবাদ__

(i) রামায়ণ  (ii) উপনিষদ (iii) মহাভারত  (iv) গীতা

(3). বাণিজ্যের উদ্দেশ্যে__প্রথম ভারতে এসেছিল।

(i) ওলন্দাজ  (ii) ইংরেজ  (iii) ফরাসি  (iv) পোর্তুগিজ  

(4). বক্সারের যুদ্ধের সময়ে (১৭৬৪) বাংলার নবাব ছিলেন__

(i) নিজাম -উদ -দ্দৌলা  (ii) সুজাউদদ্দৌলা  (iii) মীর কাশিম (iv) মীরজাফর  

(5). ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য__

(i) তামিলনাডু (ii) পশ্চিমবঙ্গ (iii) পাঞ্জাব (iv) অন্ধ্রপ্রদেশ 

(6). ভারতের দক্ষিণতম বিন্দু হলো কোনটি?

(i) নিউ মুর দ্বীপ  (ii) ধনুস্কেডি (iii) ইন্দিরা পয়েন্ট (iv) কন্যাকুমারী

(7). নিন্মে উল্লেখিত কোনটি বহুরূপের (পলিমারফিক) প্রজাতি?

(i) মাকড়সা  (ii) গরিলা  (iii) পিপীলিকা  (iv) গিরগিটি

(8). যে প্রাণী গোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না __

(i) উভচর  (ii) স্তন্যপায়ী  (iii) সরীসৃপ  (iv) পক্ষী   

(9) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির (Drafting Committee) প্রধান__ছিলেন?

(i) ড:রাজেন্দ্র প্রসাদ  (ii) জহরলাল নেহেরু  (iii) ড:বি আর আম্বেদকর   (iv) ওপরের কোনোটিই নয় 

(10). ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা__ছিল?

(i) ৩০৪ (ii) ৩৮৯  (iii) ৩১০  (iv) ৩০০  

Ans: (1) শিশোদিয়া, (2) মহাভারত, (3) পোর্তুগিজ (4) মীরজাফর, (5) অন্ধ্রপ্রদেশ (6)ইন্দিরা পয়েন্ট, (7) পিপীলিকা(8)  উভচর,(9) ড:বি আর আম্বেদকর  (10)  ৩৮৯

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here