Home পরীক্ষা প্রস্তুতি ICDS Practice Set 37: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 37: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

0
ICDS Practice Set 37: দ্রুত প্রস্তুতি শুরু করুন 
ICDS Practice Set 37: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

আজকে আমরা ICDS Anganwadi Helper and Worker exam 2023 exam এর 37 তম প্রাকটিস সেট আপলোড করলাম। আপনারা যারা ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা দ্রুত নতুন এই প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?

(i) রবিন ঘোষ (ii) অরবিন্দ ঘোষ (iii) চিত্তরঞ্জন দাস (iv) ব্যারিস্টার প্রমথনাথ  মিত্র   

(2). “প্রার্থনা সমাজ” এর প্রতিষ্ঠাতা কে?

(i) আত্মারাম পান্ডুরঙ্গ (ii) এম জি রানাডে (iii) কেশব সেন (iv) রামমোহন রায়  

(3). “নীলদর্পণ” নাটক অনুবাদ করেছিলেন__

(i) উইলিয়াম কেরী (ii) রেভা: জেমস লঙ (iii) মাইকেল (iv) সতীশচন্দ্র মুখার্জী   

(4). এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়?

(i) ১৭৮৫ (ii) ১৭৮৪ (iii) ১৭৯৬ (iv) ১৭৯৪  

(5). ভারতিও সেচ ব্যাবস্থার দ্বিতীয় বৃহত্তম উৎস কোনটি?

(i) খাল (ii) কূপ (iii) সমুদ্র (iv) পুকুর/ডোবা 

(6). ভারতে কৃষিজোতের গড় আয়তন কত?

(i) ২-৪ হেক্টর (ii) ২ হেক্টরের কম (iii) ৪-৫ হেক্টর  (iv) ৩-৫ হেক্টর     

(7). বিবর্তনের বর্তমান ধারণা অনুসারে, বিবর্তনের একক কোনটি?

(i) জাতি (ii) স্বতন্ত্র (iii) প্রজাতি (iv) গণ 

(8). সরীসৃপ ও পাখির মধ্য যোগ সূত্র কোনটি?

(i) প্লাটিপাস (ii) আর্কিওপটেরিস্ক (iii) তিমি (iv) জাভা এম ম্যান 

(9). কততম সংশোধনীর মাধ্যমে ভোট দাতার নূন্যতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছিল?

(i) ৫৭ তম (ii) ৪৮ তম (iii) ৬৩ তম (iv) ৬১ তম 

(10). কত তম সংশোধনের দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে?

(i) ৪১ তম (ii) ৪০ তম (iii) ৪৩ তম (iv) ৪২ তম  

Ans: (1) ব্যারিস্টার প্রমথনাথ মিত্র (2) আত্মারাম পান্ডুরঙ্গ (3) মাইকেল (4) ১৭৮৪ (5) খাল (6) ২ হেক্টরের কম (7) প্রজাতি (8) আর্কিওপটেরিস্ক (9) ৬১ তম (10) ৪২ তম। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here