WBPSC Clerkship Practice Set 13: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, কেবল তাদের জন্য আমরা এই প্র্যাকটিস সেট সেশানের আয়োজন করেছি। এর ফলে আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্র্যাক্টিস সেটের বন্দোবস্ত করছি। যার নিয়ম করে আমাদের ‘wbexamguide.com’ ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে.

 এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্নগুলি প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। অতীতে কোনো না কোনো সরকারি পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তাই নিজের প্রস্তুতির সাথে সাথে এই প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করলে, সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা বেশি নাম্বার কালেক্ট করা সম্ভব। 

(১) টিপু সুলতানের রাজধানী __

(i) শ্রীরঙ্গপত্তনম    (ii) শৃঙ্গেেরি  (iii) বেলুড়   (iv) মহীশূর  

(2). কত সালে শিবাজীর  রাজ্যভিষেক হয়েছিল?

(i) ১৬৭৩ খ্রিস্টাব্দ   (ii) ১৬৭২ খ্রিস্টাব্দ  (iii) ১৬৭৪ খ্রিস্টাব্দ   (iv) ১৬৭৫ খ্রিস্টাব্দ 

(3). ক্লাইভের বাংলায় দেওয়ানী প্রাপ্তি কবে নাগাদ ঘটেছিল?

(i) ১৭৬৫ খ্রিস্টাব্দে   (ii) ১৭৭২ খ্রিস্টাব্দে   (iii) ১৭৮৪ খ্রিস্টাব্দে   (iv) ১৭৫৭ খ্রিস্টাব্দে   

(4). আদি গ্রন্থ __

(i) মানুষের ব্যবহারের মৌলিক বিধি সম্বন্ধিত একটি পুস্তক   (ii) শিখদের একটি ধর্মীয় পুস্তক   (iii) মধ্যযুগের ভারতের শাসকদের জন্য একটি পুস্তক (iv) ওপরের কোনোটিই নয়   

(5). সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত (১৩° উত্তর অক্ষাংশ )?

(i) ট্রম্বে (ii) চাঁদিপুর  (iii) শ্রীহরিকোটা  (iv) চেন্নাই 

(6). ছত্রিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয়েছে?

(i) ১৯৯৯  (ii) ২০০০ (iii) ২০০১ (iv) ২০০২

(7).  কোন উদ্ভিদ কোষকলার মধ্যকার মৃত কোষ দ্বারা গঠিত?

(i) ফ্লোয়েম   (ii) জাইলেম   (iii) প্যারেনকাইমা   (iv) হাইপোডারমিস 

(8). Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে?

(i) পেশী কলা   (ii) যোগ কলা   (iii) স্নায়ু কলা   (iv) আবরণী কলা    

(9) ভারতের সংবিধান চালু হয় __

(i) ২০ জানুয়ারি ১৯৫১   (ii) ১৫ ই আগস্ট ১৯৪৭   (iii) ২৪ শে জুলাই ১৯৪৮    (iv) ২৬ শে জানুয়ারি ১৯৫০  

(10). ব্রিটিশ শাসন থেকে ভারতের রাজনৈতিক স্বাধীনতা কত সালে অর্জিত হয়েছিল?

(i) ২৬ শে জানুয়ারি ১৯৫০  (ii) ৩ ডিসেম্বর ১৯৭২   (iii) দুই অক্টোবর ১৯৪২   (iv) ১৫ ই আগস্ট ১৯৪৭   

Ans: (1) শ্রীরঙ্গপত্তনম (2) ১৬৭৪ খ্রিস্টাব্দ, (3) ১৭৬৫ খ্রিস্টাব্দে (4) শিখদের একটি ধর্মীয় পুস্তক, (5) শ্রীহরিকোটা (6) ২০০০,  (7) জাইলেম(8)  আবরণী কলা,(9) ২৬ শে জানুয়ারি ১৯৫০(10)  ১৫ ই আগস্ট ১৯৪৭   

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button