PSC Clerkship Practice Set 26: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

2024 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে PSC Clerkship ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, কেবল তাদের জন্য আমরা এই নতুন প্র্যাকটিস সেট সেশানের ব্যবস্থা করেছি। আর কথা না বাড়িয়ে চলুন একদম নতুন Practice Set 26 দেখে নেওয়া যাক। 

(১). আলীগড় আন্দোলন প্রধান কেন্দ্র কি ছিল?

(i) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (ii) দেও বন্ধ ইস্কুল (iii) জানুয়ারি ১৯৪৭ (iv) ডিসেম্বর ১৯৪৬        

(2). কোন মুসলিম লীগ এবং কত সালে ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করেছিল?

(i) ১৯২৯, লাহোর (ii) ১৯৪০, ঢাকা (iii) ১৯৩০, এলাহাবাদ (iv) ১৯৪০, লাহোর    

(3). মুসলিম লীগে লাহোর প্রস্তাবের(১৯৪০) প্রধান গুরুত্ব কি ছিল?

(i) জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা (ii) পাকিস্তান প্রস্তাব গ্রহণ (iii) মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা (iv) ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা    

(4). মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিসের জন্য?

(i) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল (ii) মুসলিম লীগের স্বীকৃতি দিয়েছিল (iii) মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল (iv) এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি        

(5). চার্নোসাইট কি?

(i) রত্ন (ii) নীলগিরি নিস (iii) হিমবাহ (iv) ঝাড়খন্ডে পাওয়া যায়      

(6). ডিসেম্বরে ২০০৪ এর যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে, তার উৎপত্তির প্রধান কারণ কি? 

(i) মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যাওয়ায় (ii) হাওয়াই এর কাছে মায়ানমার প্লেট প্যাসিফিক প্লেটের নিচে ঢুকে যাওয়ায় (iii) ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া (iv) সমুদ্রতল বসে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর খাদ সৃষ্টি হওয়া  

(7). হিমালয়ের উৎপত্তি কেন হয়েছিল?

(i) টেথিস জিওসিনক্লাইন থেকে (ii) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে (iii) ভারত সাগর থেকে (iv) উপরের কোন এটি থেকে নয়   

(8). বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুবাদ কে একত্রে কি বলা হয়?

(i) ম্যাক নম্বর (ii) ম্যাজিক নম্বর (iii) ন্যাচারাল নম্বর (iv) ল্যাপলেস নম্বর

(9). শব্দের আনুমানিক তীব্রতা __ হলে কর্ণপটহের ক্ষতিসাধন হয়? 

(i) ১২০ dB  (ii) ১৪০ dB (iii) ১৭০ dB (iv) ১৬০ dB

(10). আলো এবং শব্দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কি?

(i) উভয়ের তরঙ্গগতি (ii) ফাঁকা স্থানে ভ্রমণ করতে পারে (iii) উভয়ের প্রতিফলিত হতে পারে (iv) বৃত্তাকার কোনে বাঁকতে পারে

Ans: (1) অক্টোবর ১৯৪৬  (2) ১৯৪০, লাহোর (3) পাকিস্তান প্রস্তাব গ্রহণ (4) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল (5) নীলগিরি নিস (6)  ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া (7) টেথিস জিওসিনক্লাইন থেকে (8) ম্যাক নম্বর (9) ১৪০ dB (10) ফাঁকা স্থানে ভ্রমণ করতে পারে 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button