Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 05 | ফুড এসআই প্র্যাকটিস সেট 2023

WBPSC Food SI Practice Set 05 | ফুড এসআই প্র্যাকটিস সেট 2023

0
WBPSC Food SI Practice Set 05 | ফুড এসআই প্র্যাকটিস সেট 2023
WBPSC Food SI Practice Set 05 | ফুড এসআই প্র্যাকটিস সেট 2023

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে ফুড এসআই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই চাকরির জন্য ইতিমধ্যেই লক্ষ লক্ষ চাকরিরপ্রার্থী WBPSC Food SI 2023 এর আবেদন করেছে। এই সমস্ত পরীক্ষার্থীদের সুবিদার্থে WB Exam Guide এর এক্সপার্ট টিম এই বছরের গুরুত্বপূর্ণ ও কমন যোগ্য প্রশ্নের সম্ভারে একের পর এক WBPSC Food SI Practice Set তৈরি করছে। যেগুলি আমাদের ওয়েবসাইটে প্রতিদিন আপলোড করা হচ্ছে। সমস্ত Practice Set গুলিতে অংশগ্রহণ করে, আপনার পরীক্ষার প্রস্তুতিকে সামনের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান। আপনার সাফল্যের জন্য এই সমস্ত প্র্যাকটিসট গুলি অপরিহার্য ভূমিকা গ্রহণ করতে চলেছে।

কোন ভারতীয় শাসক ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?

(a) সফদর জঙ্গ (b) হায়দার আলি (c) টিপু সুলতান (d) মীর কাসিম

Ans: টিপু সুলতান

কিতাব-উল-হিন্দ কে রচনা করেছিলেন?

(a) আলবিরুনী (b)আল মাসুদি (c) ফিরদৌসি (d) সুলেমান

Ans: আলবিরুনী 

‘বুদ্ধচরিত’ গ্রন্থটি কে রচনা করেছিলেন?

(a) অশ্বঘোষ (b) বুদ্ধঘোষ (c) পাণিনি (d) নাগার্জুন

Ans: অশ্বঘোষ

স্বাধীনতার সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

(a) জে বি কৃপালিনী (b) সি রাজা গোপালচারি (c) মৌলানা আবুল কালাম আজাদ (d) জওহরলাল নেহের

Ans: জে বি কৃপালিনী

সুভাষচন্দ্র বোস কোন  রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন?

(a) আজাদ হিন্দ ফৌজ (b) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি (c) ফরওয়ার্ড ব্লক (d) রেভলিউশনারি ফ্রন্ট

Ans: ফরওয়ার্ড ব্লক

কোন মুঘল সম্রাট নিজেই নিজের আত্মজীবনী রচনা করে গিয়েছেন?

(a) আকবর (b) বাবর (c) ঔরঙ্গজেব (d) শাহজাহান

Ans: বাবর

‘অষ্টদিগ্গজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?

(a) দ্বিতীয় দেবরায় (b) প্রথম দেবরায় (c) কৃষ্ণদেব রায় (d) বীর নরসিংহ

Ans: কৃষ্ণদেব রায়

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের নাম কি?

(a) মহম্মদ আলী জিন্না (b) লর্ড মাউন্টব্যাটেন (c) মহম্মদ শেখ আবদুল্লা (d) সৈয়দ আমির আলী

Ans: মহম্মদ আলী জিন্না 

‘নীলদর্পণ’ কে রচনা করেছিলেন?

(a) দীনবন্ধু মিত্র (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) বিপিনচন্দ্র পাল (d) গিরিশচন্দ্র ঘোষ

Ans: দীনবন্ধু মিত্র

অন্ধ্রপ্রদেশের রাজধানী

(a) সেকেন্দ্রাবাদ (b) অমরাবতী (c) বিশাখাপত্তনম (d) হায়দ্রাবাদ

Ans: অমরাবতী

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here