WBPSC Food SI এর নিয়োগ পরীক্ষা কবে হবে? সম্ভাব্য তারিখ প্রকাশ!

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই পদের আবেদন আগস্ট মাসের ২৩ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত চলেছে। যেখানে এখনো পর্যন্ত ১৩ লক্ষ ৩৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করে ফেলেছে। এই নিয়োগে মোট শূন্য পদের পরিমাণ ৪৮০। তবে, এখন বেশিরভাগ চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে থেকে শুরু হবে?

সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, WBPSC Food SI নিয়োগ পরীক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে রাজ্য সরকার। সম্ভবত ২০২৪ সালের শুরুর দিকে Food SI নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। কারণ, বর্তমানে ডব্লিউবিসিএস এর মেইন পরীক্ষা চলছে। এছাড়াও উৎসবের কারণে অক্টোবর মাসে পরীক্ষা নেওয়া যাবে না।

উৎসবের পরে পরেই WBCS প্রিলিমিনারি এক্সাম। যা নিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট বোর্ড তোরজোড় শুরু করেছে। আবার চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে রয়েছে ‘প্রাইমারি টেট’ পরীক্ষা। যেখানে প্রায় ১০ লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে চলেছে। ফলে এখন থেকে প্রায় পুরো বছর জুড়েই এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি পর্ব চলবে। এই সমস্ত কারণের জন্যই চলতি বছরে WBPSC Food SI নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

সূত্রের খবর, সম্ভবত জানুয়ারি মাসেই WBPSC Food SI নিয়োগ পরীক্ষা সম্পন্ন হতে চলেছে। শুন্যপদের তুলনায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সংখ্যা বিপুল। ফলতো, এই পরীক্ষা যে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সাথে রয়েছে দুর্নীতি মুক্ত নিয়োগের চ্যালেঞ্জ। এই সমস্ত কারণ গুলির জন্যই চলতি বছরে WBPSC Food SI পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। 

যদিও এখনও WBPSC রিক্রুটমেন্ট বোর্ড Food SI নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেনি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, পরীক্ষার দিনক্ষণের তারিখ ও সময় ঘোষণা করা হবে। WBPSC Food SI পরীক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট এবং Telegram Channel অনুসরণ করুন। 

এই পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button