দ্রুত সরকারি চাকরি পেতে চাও? এই 7 টি Job অবশ্যই ট্রাই করো

তোমরা অনেকেই আছো যারা কোচিং ছাড়া চাকরি পেতে চাও। মাত্র তাদের জন্য আজকের এই আর্টিকেলটিকে নিয়ে আসা হল। আমরা ওদেরকে বলব তোমরা 2 বছরের টার্গেট নাও। আমরা তোমাদেরকে মোট 7 টি চাকরির কথা বলব। এই 7 টা চাকরির জন্য দু’বছর ধরে প্রিপারেশন নাও। তুমি যদি আমাদের কথা ফলো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে এই দু বছরের মধ্যে 7 টি চাকরির যে কোন একটি চাকরি তুমি পেতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে কথাটা বলছি।

কারণ আমি তোমাকে প্রথমে যে চাকরির কথা বলব, সেই চাকরির জন্য প্রিপারেশন নিতে পারলে, অটোমেটিক্যালি বাকি 6টি চাকরির প্রিপারেশন হয়ে যাবে। এমনিতেই সিলেবাস কভার হয়ে যাবে। আমরা আজকে এমন এমন চাকরির বিষয়ে আলোচনা করব, যে চাকরিগুলির ফরম প্রতিবছর বের হবে। আবার এমন একটা চাকরি রয়েছে, যার ফর্ম বছরে দুবার বের হয়।

তাহলে তুমি ভাবো, তুমি যদি এক বছরে 7 টি, 2 বছরের ১৪ টি জব এর জন্য পরীক্ষা দাও, তাহলে ভাববো তুমি কতটা সুযোগ পাচ্ছ। এ ক্ষেত্রে তোমার সব থেকে বড় করনীয় কাজটি হল ভালোভাবে প্রিপারেশন নেওয়া। দু’বছর ধরে তুমি প্রিপারেশন নিচ্ছ, বিগত বছরের প্রশ্নপত্র গুলিকে সলভ করছো, মক টেস্ট দিচ্ছ, প্র্যাকটিস সেট গুলিতে প্রিপারেশন নিচ্ছ। এত কিছু করতে করতে 2 বছরে তোমার অগাত জ্ঞান চলে আসবে। সাথে দু’বছরের ১৪ বার সুযোগ পাচ্ছে। একটি সুযোগ কাজে লাগাতে পারবে না?

অবশ্যই সুযোগ কাজে লাগিয়ে একটি চাকরি তুমি পেতে পারো। কিভাবে এই সুযোগ কাজে লাগাবে, এই নিয়েই এই আর্টিকেলটি আজ প্রস্তুত করা হলো। বলা হবে কোন 7 টা জবের জন্য তুমি প্রস্তুতি নেবে। আর কোন একটি জব এর জন্য প্রিপারেশন নিলে বাকি ছয়টি ক্লিয়ার হয়ে যাবে। আসুন আর কথা না বাড়িয়ে, এই জবগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

WBCS

আমরা প্রথমেই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের কথা বলছি। এই চাকরি সিলেবাসটি তুমি যদি গুলে জল করতে পারো, তাহলে আর অন্য কোন চাকরির জন্য আলাদা ভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন থাকে না। WBCS এর 100 শতাংশ সিলেবাসের মধ্যে যদি 90% সিলেবাসটিও যদি কভার করতে পারো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবেনা।

তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ুয়া হয়ে থাকো, তাহলে এখন থেকেই অল্প অল্প করে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। একটি নির্দিষ্ট সময়ের পর এর সিলেবাস কমপ্লিট করতে পারো, তাহলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়াতে কেউ আটকাতে পারবেনা।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটিকে আমরা রাজ্যস্তরের সবথেকে বড় পরীক্ষা হিসেবে মানি। পরীক্ষাটি বছরে নিয়ম করে একবার করে অনুষ্ঠিত হয়। প্রতিবছর ফেব্রুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। গ্রাজুয়েট লেভেলের এই পরীক্ষাটিতে আসার জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম 21 থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হয়। ভারত সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে বয়সের ছাড় পেয়ে থাকে।

তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি এই চাকরির পরীক্ষায় বসতে পারবে। তিনটি ধাপে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় ধাপে মেইন পরীক্ষা, তৃতীয় এবং অন্তিম ধাপে ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যুক্ত হয় না। এটি কেবলমাত্র এলিমিনেশন রাউন্ড। প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিন রয়েছে। মেইন এবং ইন্টারভিউয়ের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করা হয়ে থাকে। WBCS এ চারটি গ্রুপ রয়েছে। A, B, C, D এই চারটি পোস্টে চাকরি পেয়ে থাকে চাকরিপ্রার্থীরা।

আমরা যদি এই চাকরিটাকে টার্গেট করে পড়াশোনা করতে পারো, অন্যাণ্য 6টি চাকরির জন্য আলাদা করে কোন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন থাকবেনা। শুধু 6টি চাকরি কেন চাকরি কেন, upsc বাদে সমস্ত চাকরির জন্য ৯৯% প্রস্তুত হয়ে থাকবে। তাই আজই গুগল থেকে সিলেবাস ডাউনলোড করে, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। কোচিং ছাড়াও এই চাকরি পাওয়া সম্ভব। রাজ্যে মধ্যে এমন অনেক নজির রয়েছে।

Bank

আমার কাছে Bank এর চাকরি অন্যতম সেরা একটি বিকল্প। কারণ প্রতি বছর দুবার করে এই চাকরির ফর্ম বেরোয়। তোমরা যদি ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো, বছরে দুবার করে পরীক্ষায় বসার সুযোগ পাবে। চাকরির পরীক্ষা যত বেশি চাকরি পাওয়ার সুযোগও তত বেশি।

প্রতি বছর নিয়ম করে সেপ্টেম্বর মাসে IBPS এবং ফেব্রুয়ারি মাসে SBI ফর্ম বের করে। ফর্ম বের হওয়ার খুব কম সময়ের মধ্যেই পরীক্ষা কমপ্লিট হয়ে যায়। এখানে কেবলমাত্র গ্রাজুয়েটরাই এবং যাদের বয়স নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ 30 বছর তারাই কেবল আবেদন করতে পারবে। তবে ভালো সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে বয়সে ছাড় পেয়ে থাকে। তবে তুমি যদি 3rd ইয়ারের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। 

এই পরীক্ষাটি তিনটি ধাপে ক্লিয়ার করা হয়। প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে মেইন পরীক্ষা, দ্বিতীয় এবং অন্তিম ধাপে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়ে থাকে। IBPS ফর্ম এর মধ্যে তোমরা PO, Manager ছাড়াও অনেক পোস্ট রয়েছে। তাই তোমরা জন্য মন দিয়ে পিপারেশন নিতে পারো।

Railways

Rail এর চার্জরই কেন্দ্র সরকারের সবথেকে জনপ্রিয় চাকরি। রেলের চাকরিতে A, B, C, D এই চারটি গ্রুপ রয়েছে। যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস করে আবেদন করতে পারো। Railways Group A র চাকরি UPSC র মাধ্যমে প্রতি বছর অনুষ্ঠিত হয়। Group C ও D এর চাকরি RRB কন্ডাক্ট করে থাকে। Group B এর জন্য আলাদাভাবে কোন পরীক্ষা হয় না। যারা গ্রুপ সি এবং d তে চাকরি করে, তারা প্রমোশন পেয়ে Group B তে যায়।

নেগেটিভ মার্কিং রয়েছে। কম্পিউটার বেসড মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই পরীক্ষায় অংক, রিজনিং, ইংলিশ, জেনারেল নলেজ সাবজেক্ট গুলি অবস্থান করছে। তুমি যদি wbcs এর সিলেবাস কমপ্লিট করতে পারো, তাহলে Rail এর জন্য আলাদা করে খুব বেশি পড়ার প্রয়োজন হবে না।

Stenographer

এই পদের জন্য প্রতি বছর প্রতিনিয়ত চাকরির আপডেট বের হয়। তবে টেনোগ্রাফার পদে চাকরির জন্য তোমাকে টাইপিং করা শিখতে হবে। এই পোষ্টের চাহিদা প্রচুর। তাই এই পোষ্টের জন্য প্রস্তুতি নিতে পারো। তুমি যদি পড়াশোনার পাশাপাশি, বাড়ির আশেপাশের কোন জায়গা থেকে মাত্র 6 মাসের Stenographer কোর্স করে নিলেই এই চাকরির জন্য আবেদন করার যোগ্য।

উচ্চ মাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য আবেদন করার যোগ্য। জেনারেল ছাত্রছাত্রীদের জন্য বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। শিডিউল কাস্ট এবং আদিবাসীরা 5 বছরের, obc রা 3 বছরের এবং pwbd রা ১০ বছরের বয়সের ছাড় পেয়ে থাকে। এখানে ছাত্রছাত্রীদের থেকে রিটেন এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হয়। রিজনিং, GA, ইংলিশ সাবজেক্টে থাকে। 

WB Constable

এই পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। জেনারেল ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। চাকরিপ্রার্থীদের প্রিলিমিনারি, ফিজিক্যাল টেস্ট, রিটেন, ইন্টারভিউ এবং মেডিকেলের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

এই চাকরির ক্ষেত্রে সিলেবাস খুবই সহজ। যদি wbcs প্রিলিমস লেভেলের প্রস্তুতি নিতে পারো, তাহলে খুব সহজেই WB Constable পরীক্ষার সিলেবাস কমপ্লিট করতে পারবে। বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে 3, 5 ও 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যায়।

Join Whatsapp GroupClick Here
Join Telegram ChannelClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button