রাজ্যে শিক্ষাক্ষেত্রে নতুন নিয়ম, উচ্চ মাধ্যমিকে ৪ বার পরীক্ষা দেওয়ার সুযোগ!

পাসফেল নিয়ে এর আগেও গুঞ্জন শোনা গেছে রাজ্যজুড়ে। আবারও এক রদবদল এলো উচ্চ মাধ্যমিক বোর্ডে, একবার ফেল করলেও পরের বার পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা, অর্থাৎ পাস করার সুযোগ মিলবে দুবার। কবে থেকে এ নিয়ম লাগু হচ্ছে, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।

সাম্প্রতিককালে ‘সেমিস্টার’ কথাটি বেশ শোনা গেছে এবারে সেই পন্থা লাগু হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। একবারে পড়ুয়া পাস না করতে পারলেও সুযোগ মিলবে পরেরবার , এমনই তথ্য উঠে এলো শিক্ষা সংসদ এর তরফ থেকে। এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেমিস্টার ধরণ চালু করতে চলেছে বোর্ড। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের, দুই শ্রেণী মিলিয়ে মোট চারটি পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে খুশি পড়ুয়া থেকে, সংশ্লিষ্ট মহল।

আগামী বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে বলে জানা গেছে এই নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান একাদশ ও দ্বাদশ শ্রেণীতেও শুরু হচ্ছে সেমিস্টার প্রথা, অর্থাৎ হয়ে আসা বার্ষিক পরীক্ষার পরিবর্তে একাদশে দুটি সেমিস্টার ও দ্বাদশে দুই সেমিস্টার, চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে দ্বাদশের দুই সেমিস্টার ফলাফলের উপর, অর্থাৎ একটি পরীক্ষা খারাপ হলেও দ্বিতীয় সেমিস্টার এ ভালো নম্বর তুলে  উত্তীর্ণ হতে পারে পড়ুয়ারা।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button