PSC Clerkship একবারে পাস করতে চাইলে কিভাবে পড়বে? স্মার্ট পদ্ধতি জেনে নাও

আপনারা যারা রাজ্য সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য PSC Clerkship একটি বড় সুযোগ। সবে মাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হলো। যেখানে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার প্রার্থী আবেদন করেছে। রিপোর্ট অনুসারে, আবেদনকারীদের প্রায় 70-80 শতাংশ প্রার্থী গ্রাজুয়েট। ফলে এই পরীক্ষাটি যে কি পরিমাণ কম্পিটিটিভ হতে চলেছে তা এর বলার অপেক্ষা রাখে না।

তবে এখন প্রশ্ন এই ধরনের কম্পিটিশনের মধ্যে কিভাবে প্রস্তুতি নিলে একবারেই PSC Clerkship পরীক্ষা পাস সম্ভব? এই প্রশ্ন সকলের মধ্যেই ঘোরাফেরা করছে। আমরা আপনাদের সঙ্গে সেরকম স্ট্রাটেজি শেয়ার করব, যে স্ট্রাটেজি ফলো করে কোন কোচিং ছাড়াই একবারে PSC Clerkship পরীক্ষা পাস করতে পারবেন। আসুন সেই স্ট্রাটেজি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সিলেবাস এবং গতবারের প্রশ্নপত্র ভালোভাবে এনালাইসিস করো

তুমি যদি মনে করে থাকো যে, PSC Clerkship এবার বাঁধাতেই হবে, তাহলে তোমাকে মেইনস এবং টাইপিং পরীক্ষার কথা না ভেবে এখন শুরুতে কেবলমাত্র প্রিলিমিনারি পরীক্ষার কথা ভাবতে হবে। এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পূর্বে তোমাকে এর প্রধান সিলেবাস টিকে দেখে নিতে হবে। তাই সিলেবাসটি অবশ্যই খুঁটিয়ে দেখো। তারপর গতবারের পরীক্ষার প্রশ্নপত্র কালেক্ট করে সেটিকে ভালোভাবে এনালাইসিস করো। এই প্রশ্নপত্র টি ভালোভাবে এনালাইসিস করলে অবশ্যই তুমি সিলেবাসের কোন জায়গা গুলি ভালোভাবে পড়তে হবে তা তুমি বুঝতে পারবে।

সিলেবাস এবং গতবারের প্রশ্নপত্র ভালোভাবে এনালাইসিস করার পর তুমি দেখো সিলেবাসের কোন জায়গা গুলি থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে। সেই জায়গাগুলোতে যদি তোমার প্রস্তুতি না করা থাকে তাহলে তুমি সেই জায়গা গুলিতে ভালো করে প্রস্তুতি নিতে থাকো। সেই চ্যাপ্টারটি ততক্ষণ পড়তে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার মনে হয় যে, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন আমি পারবো।

মনে রাখার বিষয়

সিলেবাসে প্রচুর চ্যাপ্টার রয়েছে। সমস্ত চ্যাপ্টার পড়তে গেলে এই পরীক্ষা পাস করা সম্ভব নয়। তাই তোমাকে সিলেবাসের মধ্যে এমন চ্যাপ্টার গুলি চুজ করতে হবে যেখানে তোমার প্রস্তুতি নেই অথচ সব থেকে বেশি প্রশ্ন আসে।

দেখো এই পরীক্ষায় সিলেবাস অনেকটা থাকলেও psc কিন্তু সিলেবাস এর কিছু অংশ থেকেই প্রশ্ন গুলি তোলে। আর এই টপিক গুলিকে খুঁজে পেতে গেলে তোমাকে সিলেবাস এবং গতবারের প্রশ্নপত্র তোমাকে এলাইসিস করতেই হবে।

এবার তোমার করনীয় কাজ

প্রথমে তুমি সিলেবাস দেখলে, দ্বিতীয় গতবারের প্রশ্নপত্র এনালাইসিস করলে, তৃতীয়ত টপিকস বা চ্যাপ্টার খোঁজো, যে চ্যাপ্টারটি তোমার পড়া হয়নি।  অথচ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এবার তুমি সেই চ্যাপ্টারটির খুব ভালোভাবে প্রস্তুতি নাও। যখন দেখবে সেই চ্যাপ্টারের উপরে সমস্ত mcq তুমি সল্ভ করতে পারছ তখন ভাববে সেই টপিকটি তোমার ক্লিয়ার। তারপর পুনরায় নেক্সট টপিকে একই ভাবে প্রস্তুতি নাও। এমনভাবে ৫ টি করে চ্যাপ্টার নিয়ে কমপ্লিট করতে থাকো।

এভাবে তুমি যদি সবার প্রথমে PSC র ফোকাস করা চ্যাপ্টারগুলিকে আগে ক্লিয়ার করে নাও। এই স্মার্ট স্টাডি অনুসরণ করতে পারলে, তুমি খুব সহজেই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মেইন টপিক গুলিকে ক্লিয়ার করতে পারবে। এরপরে শুরু হবে তোমার প্র্যাকটিস সেট এবং মক টেস্ট গুলিকে অনুসরণ করা। তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই PSC Clerkship এর প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করে যাবে।

তবে এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো রিভিশন। তোমাকে বারবার সিলেবাসের অধিকাংশ জায়গাগুলিকে রিভিশন করতে হবে। তুমি যদি সঠিক টাইম ধরে রিভিশন এবং অবজেক্টিভ প্র্যাকটিস করতে পারো তাহলে এই পরীক্ষাটিতে তোমার পাশ করাটা কেউ আটকাতে পারবে না। তাই এই পরীক্ষাটি পাস করার জন্য কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আমাদের দেওয়া এই ছোট ছোট ট্রিকস ফলো করে পরীক্ষার সফল হও। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button