WBCS Group C Result Out:  271 জন মেইন্স কোয়ালিফাই প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো

WBCS পশ্চিমবঙ্গের অন্যতম ও গুরুত্বপূর্ণ পরীক্ষার। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের এক্সিকিউটিভ অফিসাররা নিযুক্ত হয়ে থাকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে (Advt. No – 18/2020) WBCS 2021 Group C Result অ্যানাউন্স করা হলো। যেখানে প্রায় ২৭১ জন পরীক্ষার্থী মেইনস পরীক্ষায় কোয়ালিফাই করে ইন্টারভিউ রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে।

WBCS Group C মেইনস পরীক্ষার cut of: WBCS 2021 মেন্স পরীক্ষায় জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ উঠেছে 736.21. OBC A – 720.47, OBC B – 732.27, ST – 608.91, SC – 692.99, PH_HI – 628.73, PH_VH – 601.58, SC_LFCP – 564.05,

যে সমস্ত পরীক্ষার্থী মেন্স পাশ করে ইন্টারভিউ রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছেন তাদের জন্য আমাদের টিমের তরফে থেকে অনেক শুভকামনা রইল। আপনারা এখন থেকেই ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আপনি মনে রাখবেন এটা আপনার পার্সোনালিটি টেস্ট। এটা কোন নলেজ টেস্ট না। নলেজ টেস্টে আপনারা সফল হতে উত্তীর্ণ হয়েছেন। সুতরাং ইন্টারভিউ রাউন্ডের আগে নিজেদের পার্সোনালিটিকে যতটা সম্ভব ইমপ্রুভ এবং স্বচ্ছল করার চেষ্টা করুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button