WBPSC Clerkship Previous Year Question Paper, ক্লাকশিপ ২০২৩ পরীক্ষা পাশ করতে দেখুন

ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশীপ ২০২৩ পরীক্ষার আবেদন শুরু। আপনারা যারা এই চাকরিটিকে পেতে চাইছেন তাদেরকে, এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্রের খবর এবছরের ক্লার্কশিপ পরীক্ষায়, ৯০% চাকরিপ্রার্থী গ্রাজুয়েট। তাই মাধ্যমিক লেভেলের এই পরীক্ষাটি যে কতখানি কম্পিটিটিভ হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না।

WBPSC Clerkship 2023 পরীক্ষা পাশ করার জন্য প্রয়োজন সঠিক স্ট্রাটেজিতে সিলেবাস ধরে ধরে পড়াশুনা। আমরা ইতিমধ্যেই এই পরীক্ষার সিলেবাস, কোন কোন বই পড়তে হবে ও অন্যান্য বিষয়ের আলোচনা করেছি। তবে এই পরীক্ষা পাস করার জন্য অন্যতম একটি প্রয়োজনীয় বিষয় হলো গত বছরের প্রশ্নপত্র। কারণ এই প্রশ্নপত্রের মাধ্যমেই বোঝা যায় কোন সাবজেক্টের কোন জায়গাটি এ বছরের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। 

কারণ শুধু পড়ে গেলেই হয় না। প্ল্যানিং এর সাথে পড়াশোনা করতে হয়। সিলেবাসের সবকিছু পড়ার পরিবর্তে কোন কোন জায়গা গুলিকে ছেড়ে পড়তে হবে সেটা জানা অতি প্রয়োজন। কারণ এ বিষয়ে জানতে পারলে, আপনি সহজেই যে কোন পরীক্ষা পাস করতে পারবেন। আমরা আপনাদের প্রস্তুতি সুবিদার্থে আজকে WBPSC Clerkship Previous Year Question Paper প্রদান করলাম। এই নিবন্ধের নিচে সরাসরি লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিন।

WBPSC Clerkship Question Paper 1st Half – Click Here

WBPSC Clerkship Question Paper 2nd Half – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button