Home কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

0
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমনআজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আপনারা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার্থে আমরা প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি। সেই কথামতো আজকেও আমরা 18th November 2023 এর current affairs নিয়ে উপস্থিত হলাম। আপনারা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, দ্রুত আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। 

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) ডেবিট ক্যামেরণ (ii) লিজ ক্লাস (iii) জাকির আহমেদ (iv) জেমস ক্লিভারলি

সম্প্রতি 3rd Hockey India senior women inter-department national championship কোথায় উদ্বোধন করা হলো?

(i) চেন্নাই (ii) কলকাতা (iii) দিল্লি (iv) মুম্বাই

’33rd conference on world animal health’ ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হলো?

(i) চেন্নাই (ii) ব্যাঙ্গালোর (iii) দিল্লি (iv) মুম্বাই

 সম্প্রতি US ভার্সিটি দ্বারা প্রকাশিত ‘inclusiveness index’ এ ১২৯ টি দেশের মধ্যে ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) 117 (ii) 121 (iii) 92  (iv) 106

সম্প্রতি ভারত নগর পরিকাঠামো উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কত মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করলো?

(i) 305 মিলিয়ন (ii) 275 মিলিয়ন (iii) 400 মিলিয়ন (iv) 340 মিলিয়ন

সাম্প্রতিক কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও নবায়নযোগ্য শক্তিম মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) এন শ্রীকান্ত (ii) সুজিত পিল্লাই (iii) বিক্রম ঢাকা (iv) নিখিল গাখোর

‘Mrs’ চলচ্চিত্রটির পরিচালক কে?

(১) আরতি কদভ (২) সানিয়া মালহোত্রা (৩) কামওয়ালজিৎ সিং (৪) নিশান্ত দাহিয়া 

সম্প্রতি ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনা ভারতীয় নৌযানটির নাম কি?

(১) advantage sweet (২) Jaldost (৩) Iran Bharat sweet (৪) jalsathi

সম্প্রতি কোন দেশের জীববৈচিত্র্য কে পুনরুদ্ধারের জন্য ইন্টারেক্টিভ মানচিত্র চালু করল? 

(i) নেদারল্যান্ডস (ii) অস্ট্রেলিয়া (iii) যুক্তরাজ্য (iv) নিউজিল্যান্ড 

‘ National Cooperative Organics Limited’ এর অন্তর্গত ‘ Bharat Organics’ ব্র্যান্ড টিকে কে চালু করল?

(i) রাজনাথ সিং (ii) অমিত শাহ (iii) আর কে সিনার (iv) অনুরাগ ঠাকুর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here