বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি কি চাকরি খুঁজছেন? যদি আপনার উত্তর হ্যা হয় আর আপনি বিশেষত সরকারী চাকরি খুঁজছেন,তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। স্কুলে ক্লার্ক পিয়ন ও এম টি এস পদে কর্মী নিয়োগ হতে চলেছে। ভারতবর্ষ থেকে যেকোনো প্রান্ত থেকে আপনারা এখানে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এই চাকরি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে দেওয়া হল। গ্রুপ বি ও গ্রুপ সি জন্য যথাক্রমে ১৪ টা ও ১৪০ টা শূন্য পদ রয়েছে।

Post Name – Group C – নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, শিলং এ ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য যথাক্রমে ৭৭ ও ৩৬ টি শূন্য পদ রয়েছে। লাইব্রেরী অ্যাটেনডেন্ট ও স্টেনোগ্রাফার পদের জন্য যথাক্রমে চারটি ও ১৯ টি শূন্য পদ রয়েছে। Group B – সেকশন অফিসার ও এসিস্ট্যান্ট পদের জন্য যথাক্রমে ৭ টি ও পাঁচটি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – গ্রুপ ডি শূন্য পদের জন্য আপনাদের স্নাতক পাস অবশ্যই হতে হবে তার সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রুপ সি তে ক্লার্ক পদের  জন্য আপনাদের অবশ্যই স্নাতক পাস হতে হবে ও সাথে আপনাদের টাইপিং স্পিড ভালো হতে হবে।

মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হতে হবে|

স্টেনোগ্রাফার পদের জন্য আপনাদের অবশ্যই স্নাতক পাস হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

লাইব্রেরী আটেনডেন্ট পদের জন্য অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে লাইব্রেরী সাইন্স এর সার্টিফিকেট থাকতে হবে।।

বেতন – আপনাদের এখানে pay level অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন বেতন দেওয়া হবে,বিষদে জানতে নিচে ক্লিক করে অফিসিয়াল নোটিশ download করে নিন।

বয়স সীমা – সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হলে আপনারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবেন।। ওবিসি ও sc/St যথাক্রমে তিন বছর ও পাঁচ বছর করে ছাড় পেয়ে যাবেন বয়সে।

নিয়োগ পদ্ধতি – কম্পিউটার টেস্ট নিয়ে আপনাদের এই চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি – নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনে আপনাদের এখানে আবেদন করতে হবে।

আবেদন ফি – জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ৫০০ টাকা। এবং এসসি এসটি চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ – ২.১২.২০২৩.

Official Notice – Click Here 

Apply Online – Click Here

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button