মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, বেতন 21,330 টাকা

মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, বেতন 21,330 টাকা

চাকরিপ্রার্থীদের জন্য আবারও বিশেষ সুখবর। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই, কেবলমাত্র  মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এয়ারপোর্টে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি এয়ারপোট সার্ভিস লিমিটেডের তরফ থেকে এয়ারপোর্ট ইউটিলিটি এজেন্ট এবং হ্যান্ডিম্যান পদের জন্য বেশ কিছু যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা এই সমস্ত পদে চাকরি করতে চাইছেন, তাদেরকে এই আর্টিকেলটিকে বিস্তারিত ভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভ্যাকান্সি ডিটেলস

অফিসিয়াল ভাবে এই নোটিফিকেশনটিকে আগস্ট মাসের ৩০ তারিখে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশন অনুসারে, এয়ারপোর্ট ইউটিলিটি এজেন্ট এবং হ্যান্ডিম্যান পদে যথাক্রমে মোট 971 এবং 27 টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

আবেদন করার যোগ্যতা

ইউটিলিটি এজেন্ট পদে – ২৮ বছর বয়সে যে কোন চাকরিপ্রার্থী যাদের ন্যূনতম মাধ্যমিক পাশ রয়েছে এবং যারা হিন্দি পড়তে, লিখতে ও বলতে জানে তারা এই পদে আবেদন করার যোগ্য। হ্যান্ডিম্যান পদে – ২৮ বছর বয়সী যারা হিন্দি ও ইংলিশ লিখতেও পড়তে জানে তারা এই পদে আবেদন করার যোগ্য। সংরক্ষিত ক্যাটাগরির চাকরি প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুসারে 3 ও 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকে।

নিয়োগের সময়সীমা

আপনাদেরকে জানিয়ে রাখি, অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে যোগ্য চাকরিপ্রার্থীদেরকে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে কাজের এক্সপেরিয়েন্স এর উপর নির্ভর করে, এই সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।

নিয়োগ পদ্ধতি

কেবল মাত্র ওয়াক ইন ইন্টারভিউ ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থীদেরকে যাচাই ও বাছাই করা হবে। 

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। চলুন এই আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ জেনে নেওয়া যাক।

স্টেপ 1: প্রার্থীদের কে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে আপনি নিচে দেওয়ার লিংক এর মাধ্যমে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। স্টেপ 2: অফিসিয়াল নোটিফিকেশনের ঠিক শেষে আবেদনপত্রটি দেওয়া রয়েছে। সেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করুন। স্টেপ 3: এবার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন। স্টেপ 4: আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে, মাধ্যমিকের এডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, শেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেলফ অ্যাটেস্ট করে ফর্মটির সঙ্গে যুক্ত করুন। স্টেপ 5: এবং ফর্মটিকে এবং নিজের দুই কপি পাসপোর্ট সাইজ ফটো খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নিচে ঠিকানা দিয়ে দেওয়া হলো।

অফিসিয়াল অ্যাড্রেস 

To,

HRD Department,

Al Airport Services Limited,

GSD Complex, Near Sahar Police Station,

CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai-400099.

গুরুত্বপূর্ণ তারিখ

ইচ্ছুক ছাত্র-ছাত্রী যারা এই পদে আবেদন করতে চাইছেন, তাদেরকে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখের(18/09/2023)  মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে.

অফিসিয়াল নোটিফিকেশন থেকে, অ্যাপ্লিকেশন ডাউনলোড লিংক অন্যান্য লিংক পাওয়ার জন্য আপনারা আমাদের Telegram channel অথবা Whatsapp Group যুক্ত হন। এই গ্রুপ গুলি থেকে আপনি রেগুলার বেসে চাকরি ও স্কলারশিপের খবর পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button