SSC GD Constable Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আমাদের ওয়েবসাইটে বর্তমানে SSC GD Constable Practice Set সেশান চলছে। যে সেশানের মাধ্যমে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিসের গুলিতে দশটি করে প্রশ্ন। যে প্রশ্নগুলি আগত SSC GD Constable 2024 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময় নষ্ট না করে প্রতিদিন অন্তত একটি করে হলেও প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করুন। 

(১). দাক্ষিণাত্য প্রথম মুসলিম আক্রমণ__রাজার রাজত্বকালে ঘটেছিল?

(i) রাজিয়া (ii) বলবন (iii) ফিরোজ তুঘলক (iv) জালালউদ্দিন খলজি   

(2). দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে(দেবগিরি) রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

(i) ইলতুৎমিস (ii) কুতুবউদ্দিন আইবক (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) মহম্মদ বিন তুঘলক              

(3). কিতাব-উল-হিন্দ কে রচনা করেছিলেন?

(i) আলবিরুনী (ii) আল মাসুদি (iii) ফেরদৌসী (iv) সুলেমান            

(4). চাহলগানি অভিজাতকের ক্ষমতা কে খর্ব করেছিলেন?

(i) ইলতুৎমিস (ii) গিয়াসউদ্দিন বলবন (iii) মহম্মদ বিন তুঘলক (iv) আলাউদ্দিন খিলজী            

(5). পশ্চিমবঙ্গের __ জেলায় উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? 

(i) নদীয়া (ii) মুর্শিদাবাদ (iii) পুরুলিয়া (iv) মালদা       

(6). পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়?

(i) মালদা (ii) মুর্শিদাবাদ (iii) বীরভূম (iv) কোচবিহার              

(7). সৌর বর্ণালীতে সোডিয়ামের D রেখার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রনহোফার রেখা দেখা যায় এটা কি প্রমাণ করে? 

(i) সূর্যের পরিমণ্ডলে সোডিয়াম নেই (ii) সূর্যে  রেডিয়াম নেই (iii) সূর্যের পরিমণ্ডলের সোডিয়াম আছে (iv) সূর্যের অভ্যন্তরে সোডিয়াম নেই 

(8). এক্স রশ্মী কিসের মধ্য দিয়ে যেতে পারে না?

(i) হাড় (ii) মাংস (iii) সোনা (iv) লোহা

(9). ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছে? 

(i) ১৯৩৫ (ii) ১৯৩০ (iii) ১৯৫১ (iv) ১৯৪৭

(10). ভারতের রেপো হার কে ঘোষণা করে?  

(i) ভারতের প্রধানমন্ত্রী (ii) ভারত সরকার অর্থদপ্তর (iii) ভারতের রাষ্ট্রপতি (iv) ভারতের রিজার্ভ ব্যাংক  

Ans: (1) জালালউদ্দিন খলজি (2) মহম্মদ বিন তুঘলক (3) আলবিরুনী (4) গিয়াসউদ্দিন বলবন (5) নদীয়া (6) কোচবিহার (7) সূর্যের পরিমণ্ডলের সোডিয়াম আছে (8) হাড় (9) ১৯৩৫ (10) ভারতের রিজার্ভ ব্যাংক। 

Join US on WhatsApp – Click Here

Join US on Telegram – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button