SSC GD Constable নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে ঘরে বসে আবেদন করুন

SSC GD Constable নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে ঘরে বসে আবেদন করুন

সাম্প্রতিক স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ড GD Constable নিয়োগের ববিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতবর্ষের যে কোন নাগরিক যারা মাধ্যমিক পাশ করেছে, এমন ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ 28/12/2023. আবেদন করার পূর্বে অবশ্যই এই নিয়োগের ভ্যাকেন্সি ডিটেলস, নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, বয়স ও অন্যাণ্য বিষয়ে বিস্তারিত জেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভ্যাকেন্সি ডিটেলস – সম্প্রতি ‘ssc.nic.in’ তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে BSF – 27,875, CISF – 8598, CRPF – 25427, SSB – 5278, ITBP – 3006, AR – 4776, ও SSF পদে 583 জনকে নিয়োগ করা হবে।

আবেদন করার শিক্ষাগত যোগ্যতা –  ইচ্ছুক ও যোগ্য চাকরিপ্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ ডিগ্রী অর্জন করতে হবে।

বয়সের পরিমাণ – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, 02/08/2000 থেকে 01/08/2023 তারিখ অনুসারে আবেদনকারী সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সের মধ্যে হতে হবে। এই বয়সের হিসাব করতে হবে ০১লা আগস্ট ২০২৩ তারিখ অনুসারে। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে বয়সের ছাড় পাবেন।

SSC GD Constable পরীক্ষা পাশ করতে এই 6 টি বই পড়তেই হবে, Book List দেখে নিন

নিয়োগ পদ্ধতি –  তিনটি স্টেজে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট, দ্বিতীয় ধাপে ফিজিক্যাল টেস্ট, তৃতীয় এবং সবশেষ ধাপে মেডিকেল টেস্ট করা হয়। মেডিকেল টেস্টের পরে যোগ্য চাকরিপ্রার্থীদের ফাইনাল মেরিট লিস্টে নাম তোলা হয়।

কম্পিউটার বেসড টেস্টে পরীক্ষার প্যাটার্ন – প্রথম স্টেজ অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে সব মিলিয়ে ১৬০ নম্বরের পরীক্ষা হবে। যেখানে মোট প্রশ্নের সংখ্যা ৮০ টি। যার সময় পাবেন মাত্র ৬০ মিনিট। 

এই পরীক্ষায় চারটি part এ সাবজেক্ট গুলোকে ভাগ করা হয়েছে Part-A: General Intelligence and reasoning – 40 Marks, Part-B: general awareness and general knowledge – 40 Marks, Part-C: Elementary Mathematics – 40 Marks, English – 40 Marks.

অ্যাপ্লিকেশন প্রসেস – আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে প্রথমেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ডিটেলস এখানে দরকার পড়বে। আপনার প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন করুন। 

এরপর SSC GD Constable এর আবেদন করার লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ওপেন করুন। প্রয়োজনীয় তথ্য যেমন পার্সোনাল ডিটেলস, শিক্ষাগত সমস্ত তথ্য, অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন। সিগনেচার এবং ফটোকপি আপলোড করুন। সবশেষে এপ্লিকেশন ফি জমা করে আবেদন পত্র জমা করুন।

অ্যাপ্লিকেশন ফী – বিভিন্ন ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী সম্পূর্ণ আলাদা আলাদা। ST, SC, Ex-Serviceman এবং মহিলা চাকরিপ্রার্থীদের কোন ধরনের আবেদন ফী জমা করতে হয় না। তবে Unreserved শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন ফী বাবদ ১০০ টাকা করে ধার্য করা হয়।

গুরুত্বপূর্ণ তারিখ – আবেদন শুরু 24/11/2023. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official notification PDF – Click Here

Apply Online

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button