পুলিশের গোয়েন্দা বিভাগে Group-C কর্মী নিয়োগ, শুন্যপদ 1000

পুলিশের গোয়েন্দা বিভাগে ১০০০ শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা

নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আমাদের এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো পুলিশের গোয়েন্দা বিভাগে পুরো ভারত জুড়ে প্রায় ১০০০ পদে নিয়োগ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, বয়স সব কিছু সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

পদের নাম – Assistant Central Intelligence Officer Grade-II/EXECUTIVE

Classification – গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে।

বেতন – লেভেল ৭ অনুযায়ী এই চাকরির বেতন হবে ৪৪৯০০ টাকা থেকে ১৪২৪০০ টাকা। যেখানে বেসিক পে হবে ৪৪,৯০০ টাকা এবং DA হবে ২০,৬৫৪ টাকা।

শূন্যপদ – এই পদটির জন্য মোট শূন্যপদ রয়েছে ৯৯৫ টি, যার মধ্যে UR – ৩৭৭ টি, EWS – ১২৯টি, OBC – ২২২টি, SC – ১৩৪টি, ST-১ ৩৩টি।

শিক্ষাগত যোগ্যতা – ভারতীয় সরকারের স্বীকৃত পাওয়া যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে ও সাথে কম্পিউটারের knowledge থাকতে হবে।

বয়স – এই চাকরিটির জন্য আবেদন করতে চাইলে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। OBC ও SC/ST রা যথাক্রমে ৩ বছর ও ৫ বছরের বয়সের ছাড় পাবে।

নিয়োগ পদ্ধতি – এই চাকরির জন্য মোট দুটি ধাপে নিয়োগ করা হবে। Step 1 –  Written Examination of 150 marks. Step 2 – Interview of 100 marks.

আবেদন ফি – মোট ৪৫০ টাকা আবেদন ফি। পুরুষ প্রার্থী (UR,EWS,OBC) আরো ১০০ টাকা বেশি দিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি online ও offline দুটো পদ্ধতিতে দেওয়া যাবে।

আবেদন পদ্ধতি – প্রার্থীদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অফিসিয়াল ওয়েবসাইটে “https://www.mha.gov.in/en” মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর আমরা এই নিবন্ধের নিচের সক্রিয় আবেদন লিংক প্রদান করলাম আপনারা সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন

গুরুত্বপূর্ণ তারিখ – আবেদনের শেষ তারিখ ১৫ ই ডিসেম্বর ২০২৩। Note – আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২৫ নভেম্বর ২০২৩ থেকে।

অনলাইনে আবেদন – Apply Now

অফিসিয়াল নোটিশ – Click Here

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button