ফের DEO এবং Group-D পদে কর্মী নিয়োগ, কারা আবেদন করার যোগ্য?

যে সমস্ত প্রাথীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউ অফ মেডিকেল সাইন্স A, B ও C পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক প্রাথীরা এই পদ গুলির জন্য কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, প্রতিমাসে বেতন কত এছাড়াও আবেদন এর সময় সীমা সব কিছুই এই আর্টিকেল এ পেয়ে যাবেন।

যে সমস্ত পদে আবেদন করতে পারবেন

Assistant Nursing Superintendent (গ্রুপ A)

বয়সের সময় সীমা – 21 to 35 years

শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল     অথবা স্বীকৃতি প্রাপ্ত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে  বিএসসি নার্সিং এর কোর্স (4 বছরের)করতে হবে।

মোট শুন্য পদের সংখ্যা – Total – 20

UR-10 (Female – 8, Male – 2),OBC-5 (Female – 4, Male -1),SC-3 (Female -2, Male -1),ST-1 (Female -1),EWS-1 (Female -1),

Medico Social Service Office Grade I (গ্রুপ B)

বয়সের সময় সীমা – 21 to 35 years

শিক্ষাগত যোগ্যতা – 200 বেডের যেকোনো সরকারি অথবা বেসরকারি হসপিটালে নূন্যতম 5 বছরের কাজের এক্সপেরিয়েন্স লাগবে।

মোট শুন্য পদের সংখ্যা – Total – 15

UR-7,OBC-4, SC-2, ST-1, EWS- 1

বয়সের সময় সীমা – 21 to 35 years

শিক্ষাগত যোগ্যতা – একটি মেডিকেল কলেজের ম্যাট্রিকুলেশন/সমমান সংশ্লিষ্ট বিভাগের উপর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শুন্য পদের সংখ্যা – Total – 14 

UR-08,OBC-03,SC-01ST-01EWS-01,Ex-সার্ভিস মেন এর জন্য রিজার্ভ পোস্ট – 1

আরো যে সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন তা নিচে দিয়ে দেওয়া হলো

4. Social Worker.

5. Data Entry Operator Grade-A.

6.Senior Administrative Assistant.

7.Cashier

8.Store Keeper-cum-Clerk

9.Junior Administrative Assistant.

আবেদন এর সময় সীমা – 10 অক্টোবর 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদ এর জন্য।

আবেদন পদ্ধতি

এই পদ গুলির জন্য অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রাথীরা নিচে দেওয়া online Apply Now এ ক্লিক করে খুব সহজেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটিকে অনুসরণ করুন। 

Apply Now

Official Notification – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button