ফের ডিস্ট্রিক্ট কোর্টে কর্মী নিয়োগ! কারা আবেদন করার যোগ্য?

সম্প্রতি মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্টের শূন্যপদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্য এসেছে। ইচ্ছুক প্রার্থীদের ১২ ই অক্টোবর ২০২৩ এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই পদের ক্ষেত্রে লিখিত এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হচ্ছে। এমন ভাবে আলোচনা করার থেকে বরং চলুন এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক।

ভ্যাকেন্সি ডিটেলস

08.09.2023 এ প্রকাশিত নোটিশ নম্বর  01/G/2023 অনুসারে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেট II এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড III পদে যথাক্রমে 1 ও 11 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ১২।

আবেদন করার যোগ্যতা

১৮ থেকে ৩৯ বছর বয়সে চাকরিপ্রার্থী যাদের যেকোনো সাবজেক্টে গ্রাজুয়েশন এবং স্টোনোগ্রাফিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করার যোগ্য।

নিয়োগ প্রক্রিয়া 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রার্থীদের ইংলিশ স্টেনোগ্রাফি এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে।

মাসিক বেতন

ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেট II পদের ক্ষেত্রে চাকরিপ্রাপ্ত কর্মচারীরা মাসিক ৩৭ হাজার ১০০ টাকা থেকে ৯৫ হাজার টাকা এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড III পদের ক্ষেত্রে চাকরিপ্রাপ্ত কর্মচারীরা ৩২ হাজার ১০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

আবেদন পদ্ধতি

এই পদের ক্ষেত্রে আবেদন অফলাইন বেসিসে হয়ে থাকে। এক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনটি থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এবং নির্দিষ্ট সময়ের আগে নিচে দেওয়া অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা 

Chairman, District Recruitment Committee and District Judge Malda, West Bengal.

অ্যাপ্লিকেশন ফি

OBC, GEN, EWS প্রার্থীদের ৮০০ টাকা করে, ST, AC, PWD প্রার্থীদের ৬০০ টাকা করে অ্যাপ্লিকেশন ফী বাবদ জমা করতে হয়.

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ০৮/০৯/২০২৩. আবেদন শুরু – ০৮/০৯/২০২৩, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12/10/2023.

Official WebsiteClick Here
Official NotificationClick Here
Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button