IIEST-তে একাধিক কর্মী নিয়োগ, বেতন 15,600 থেকে 39,100 টাকা

সম্প্রতি শিবপুর IIEST ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা IIEST শিবপুরে চাকরি করতে চান, নির্দিষ্ট সময়ের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভ্যাকান্সি ডিটেলস

12-09-2023 তারিখে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তি বিদ্যা প্রতিষ্ঠান, শিবপুর ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন করার যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার – ১৮ থেকে ৩৫ বছর বয়সি প্রার্থী যাদের যে কোন বিষয় ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে পোস্ট গ্রাজুয়েট করেছে। সাথে সাথে Engineering/ Management/ law তে বিশেষ এক্সপেরিয়েন্স আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – BTech in civil /be / ethical engineering অথবা সমতুল্য কোন সাবজেক্টে ভারত সরকার স্বীকৃত কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদে চাকরির জন্য প্রার্থীদের তিনটি ধাপে যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। প্রথমত স্ক্রিনিং টেস্ট, দ্বিতীয়ত প্রেজেন্টেশন, তৃতীয় এবং অন্তিম ধাপে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়ে থাকে।   

মাসিক বেতনের পরিমাণ 

সমস্ত প্রার্থী এই পদে চাকরি পাবে, তারা শুরুতেই মাসিক ১৫৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা বেতন পাবে। এছাড়াও সাথে ৫৪০০ টাকার মতো গ্রেড-পে পাবে।

আবেদন প্রক্রিয়া

এই পদের জন্য প্রার্থীরা অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

অ্যাপ্লিকেশন ফি

এই পদে আবেদন করার জন্য সমস্ত প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফী বাবদ ৫০০ টাকা করে জমা করতে হয়। 

গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ১২-০৯-২০২৩, আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ – ০৬-১০-২০২৩ বিকেল 5 টা।

Executive Engineer NotificationClick Here
Asst. Registrar NotificationClick Here
Official WebsiteClick Here
Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button