10th পাশে কলকাতার জনপ্রিয় স্থানে সরকারি চাকরির সুযোগ, বেতন 16 হাজার টাকা

কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ,বেতন ১৬ হাজার টাকা,বিস্তারিত জানুন

চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতার জাদুঘরে কর্মী নিয়োগ হতে চলেছে। কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ও অন্যাণ্য সমস্ত তথ্য এই নিচের প্রতিবেদনে দেওয়া হল।

পদের নাম

Trainee Fitter, Trainee carpenter, Trainee Electric, Trainee welder, Trainee computer.

শূন্য পদ – কার্পেন্টার পদের জন্য তিনটে শূন্য পদ রয়েছে, ফিটার পদের জন্য দুটো শূন্য পদ রয়েছে, ওয়েল্ডার পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, ইলেকট্রিক পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, আর কম্পিউটার পদের জন্য দুটি করে শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – কার্পেন্টার, ফিটার, ওয়েল্ডার ,ইলেকট্রিক ,পদের জন্য আইটিআই সার্টিফিকেট ও মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে।

কম্পিউটার পদের জন্য অবশ্যই তিন বছরের কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

বেতন – কার্পেন্টার ফিটার ওয়েল্ডার এসব পদের জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে ১২০০০ টাকা করে এবং কম্পিউটার শূন্য পদের জন্য ১৬ হাজার ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – নিয়োগ পদ্ধতির সম্পর্কে নোটিশ এ সেভাবে কোন আলোচনা করা নেই কিন্তু আশা করা যাচ্ছে যে কম্পিউটার বেসড পরীক্ষা নিয়ে আপনাদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি – আবেদন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনের ফর্মটি ফিলাপ করে নিতে হবে তারপর সেই ফর্মের সাথে আপনাদের সমস্ত শিক্ষার এডুকেশনের সার্টিফিকেট রেজাল্ট সমস্ত তথ্য self attached করে একটি খামের ভিতর ভরে নিচে দেওয়া ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে।

অবশ্যই খামের এর উপরে লিখতে হবে “Apply For Engagement Of Trainee carpenter/welder/electric/computer অর্থাৎ আপনি যেই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে চাইছেন সেই পথটির নাম শেষে লিখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৩, অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদের আবেদন পদ্ধতি সম্পূর্ণ করে এনবিলাপটি নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।

Addres – NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS

Block -GN, Sector-V, Bidhan Nagar.

Kolkata – 700091

Official Notice – Click Here

Application Form – Click Here

Official Website – Click Here

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button