আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন 15000 টাকা

সম্প্রতি রাজ্যের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, পূর্ব বর্ধমানের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে খুব শীঘ্রই ১৭ জন যোগ্য ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর(Asha) নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে, নির্দিষ্ট সময় পূর্বে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে এই রিক্রুটমেন্টের বিস্তারিত জেনে আবেদন করুন। আবেদনপত্রে ভুল থাকলে আবেদন পত্রটি তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে।

ভ্যাকেন্সি ডিটেলস – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পূর্ব বর্ধমানে 17 জন Asha কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে চারটি ডিভিশনেই নিয়োগ করা হবে। প্রথমটা সদর সাউথ সাব ডিভিশন, দ্বিতীয় সদর নর্থ সাব ডিভিশন, তৃতীয় কালনা সাব ডিভিশন, চতুর্থ কাটোয়া sub division। যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, বেতন, আবেদন পদ্ধতি জেনে নিয়ে আবেদন করুন। 

আবেদন করার যোগ্যতা – ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ASHA) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্য হিসেবে ট্রেডে স্নাকোত্তর (PG) ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

সিলেকশন প্রসেস – (১). লিখিত পরীক্ষা, (২). কম্পিউটার স্কিল টেস্ট। এই দুটি ধাপে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

বেতনের পরিমাণ – যে সমস্ত চাকরিপ্রার্থী কম্পিউটার স্কিল টেস্টে কোয়ালিফাই করবে, তাদের শুরুতেই মাসিক ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি আলোচনা করা হলো।  স্টেপ 1: আবেদন করার জন্য আপনাকে প্রথমেই পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আশা নিয়োগ ২০২৩ আবেদন ফর্মটিকে ডাউনলোড করতে হবে। এই নিবন্ধের নিচে সরাসরি আবেদন ফর্মের সক্রিয় লিংক দিয়ে দেওয়া হলো। স্টেপ 2: আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করুন। স্টেপ 3: প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নির্ভুল ভাবে আবেদন পত্রটিকে পূরণ করুন। সেল্ফ অ্যাটেস্টেড করে ফটোকপি যুক্ত করুন। স্টেপ 4: গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অন্যান্য ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেটেটের মাধ্যমে আবেদন পত্রটি সঙ্গে যুক্ত করুন। স্টেপ 5: এবার আবেদন পত্রটি ভালোভাবে ভাঁজ করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সদর নর্থ সাব ডিভিশন – Po & Dist – Purba Bardhaman, Pin – 713101.

সদর সাউথ সাব ডিভিশন – Po & Dist – Purba Bardhaman, Pin – 713101

কাটোয়া সাব ডিভিশন – Po – Katwa, Dist – Purba Bardhaman, Pin – 713130

কালনা সাব ডিভিশন – Po – Kalna, Dist – Purba Bardhaman, Pin – 713409.

গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশ – ১৩ই অক্টোবর ২০২৩, আবেদন শুরু হয়েছে – ১৩ই অক্টোবর ২০২৩, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ – ২৪ শে নভেম্বর ২০২৩ বিকেল 3 টা পর্যন্ত.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official Notification – Click Here

Application Form Download – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button