WBPSC Miscellaneous Recruitment 2023: কারা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি দেখুন

সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে WBPSC মিসলেনিয়াস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যদিও এখনো পর্যন্ত ভ্যাকান্সি ডিটেলস প্রকাশ করা হয়নি তবে, এই রিক্রুটমেন্টের অন্যান্য নোটিফিকেশন যেমন করার যোগ্যতা, বয়স, কোন কোন পদে নিয়োগ হবে, আবেদন পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগের আবেদনে প্রার্থীরা কোন ধরনের ‘এডিট উইন্ডো’ পাবে না। অর্থাৎ আবেদনের সময় কোন ভুল তথ্য দিয়ে সাবমিট করা হলে, প্রার্থীরা শেষ তথ্য সংশোধন করার সুযোগ পাবে না। সুতরাং খুব সচেতনতা সঙ্গে এর আবেদন সম্পন্ন করতে হবে।

ভ্যাকেন্সি ডিটেলস – অফিসিয়াল ওয়েবসাইট কর্তৃক 03/10/2023 তারিখে নোটিফিকেশন নম্বর ’11/2023′ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সংস্থা এখনো শূন্য পদের পরিমাণ নির্ধারণ করেনি। তবে অফিশিয়াল নোটিফিকেশনে নিম্নলিখিত এই দপ্তর গুলিতে নিয়োগ করা হবে তা জানিয়েছে।  

Assistant Child Development Project Officer, Municipal Youth Officer/Block Youth Officer/Borough Youth, Inspector, Backward Classes Welfare, Assistant Programme Officer, Inspector of Agricultural Income Tax, Savings Development Officer, Auditor of Co-operative Societies, Mass Education Extension, Extension Officer, Assistant Controller of Correctional Services, Revenue Inspector, Block Disaster Management Officer/Disaster Management Officer, Block Welfare Officer/Welfare Officer, Assistant Agricultural Marketing Officer(Administrative), Controller of Correctional Services, Consumer Welfare Officer, Posts in West Bengal Subordinate Labour Service, Assistant Auditor, Board of Revenue, Mass Education Extension/Lady Extension Officer, Investigating Inspector.

আবেদন করার যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স 02/01/1984 থেকে 01/01/2023 অনুসারে, ২০ থেকে ৩৯ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত প্রার্থীরা 3 এবং 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে চার থেকে ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও প্রার্থীকে পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।  

সিলেকশন প্রসেস এবং বেতন – এই পরীক্ষায় প্রার্থীদের তিনটি ধাপে যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয়ত মেইনস পরীক্ষা, তৃতীয় এবং ফাইনাল ধাপে পার্সোনালি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হয়ে থাকে।

যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ এর পরে যোগ্য বলে বিবেচিত হয়, তারা শুরুতেই ৩২১০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকার মধ্যে মাসিক বেতন পায়।

আবেদন পদ্ধতি – এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ‘https://wbpsc.gov.in/ এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি এখনো পর্যন্ত এই পদের জন্য আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হবে আগস্ট মাসের ৫ তারিখ থেকে।

গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – 03/10/2023, আবেদন শুরু হবে – 05/10/2023, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ – 02/11/2023.

Official Website – Click Here

Official Notification – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button