WBPSC Food SI Practice Set 80, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

ইন্টারনেটে বহু আপলোড করা হচ্ছে। কিন্তু সেই প্র্যাকটিসের গুলি যথেষ্ট কোয়ালিটি পূর্ণ নয়। আমরা আমাদের পোর্টালে যে প্র্যাকটিস সেট গুলি আপলোড করছি, সেগুলি অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত। আগত পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল। কমন না আসলেও আপনি ওই পোরশনের আশেপাশে অবস্থিত বিভিন্ন প্রশ্ন কমন পাবেন। তাই সময় নষ্ট না করে প্রতিদিন একটি করে হলেও WBPSC Food SI Practice Set এ অংশগ্রহণ করুন। 

(১). ভারত ভাগের সময় দেশীয় রাজ্যর সংখ্যা কতগুলি ছিল?

(i) 558 (ii) 555 (iii) 562 (iv) 560  

(2). স্বরাজ্য দলের অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল?

(i) কংগ্রেসের কর্মসূচি বর্জন (ii) সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন (iii) চরমপন্থা অবলম্বন করা (iv) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা     

(3). “ব্রতচারী” আন্দোলন গড়ে তুলেছিলেন__

(i) বালগঙ্গাধর তিলক (ii) গুরুসদয় দত্ত (iii) স্বামী বিবেকানন্দ (iv) দয়ানন্দ  সরস্বতী   

(4). “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”-  লিখেছিলেন__

(i) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (ii) দ্বিজেন্দ্রলাল রায় (iii) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (iv) নবীনচন্দ্র সেন     

(5). পশ্চিম রাজস্থানের শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ __

(i) ৩০ সেমি (ii) ২০ সেমি (iii) ১০ সেমি  (iv) ৫০ সেমি 

(6). ভারতের আয়তনের শতকরা কত অংশে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সেন্টিমিটারের বেশি?

(i) ২১ (ii) ১১ (iii) ১৫ (iv) ৩৭ 

(7). L C D অর্থ __

(i) লো কারেন্ট ডিসপ্লে (ii) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (iii) লাইট সার্কিট ডিসপ্লে (iv) ওরের কোনোটিই নয়         

(8). তড়িচ্চালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত কোন সজ্জায় যুক্ত করা হয়?

(i) সমান্তরাল সজ্জায় (ii) শ্রেণী সজ্জায় (iii) শ্রেণি শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায় (iv) শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায়

(9). কোন শিল্প ১৯৮০ দশক থেকে উচ্চ উন্নয়নের হার লক্ষিত হয়েছে?  

(i) মধ্যবর্তী দ্রব্য শিল্প  (ii) মূল ধন দ্রব্য শিল্প (iii) অস্থায়ী ভোগ দ্রব্য শিল্প (iv) স্থায়ী ভোগ্যদ্রব্যর শিল্প 

(10). কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্প উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 

(i) পরিকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি (ii) শিল্পে শান্তি বজায় রাখা (iii) বিনিয়োগকারীদের প্রভূত বিনিয়োগ করা (iv) উপরের কোনোটিই নয় 

Ans: (1) 562 (2) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা (3) গুরুসদয় দত্ত (4) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (5) ৫০ সেমি (6) ১৫ (7) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (8) সমান্তরাল সজ্জায় (9) স্থায়ী ভোগ্যদ্রব্যর শিল্প (10) পরিকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button