PSC Food SI Practice Set 75: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭৫, প্রস্তুতি নেওয়া শুরু করুন

আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে WBPSC Food Sub Inspector 2023 পরীক্ষার জন্য একদম নতুন 75 তম প্র্যাকটিস সেট টিকে আপলোড করলাম। ইতিমধ্যে যে সমস্ত ছাত্র-ছাত্রী ৭৪ টি প্রাক্টিস সেট দেখে ফেলেছেন, তারা দ্রুত আমাদের এই নতুন প্র্যাকটিস থেকে অংশগ্রহণ করুন।    

(1) ১৯৪০ এর মুসলিম লীগের কোন অধিবেশনের সময় সলমানের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়?

(i) সিন্ধু (ii) করাচি (iii) পাটনা (iv) লাহোর     

(2). মুসলিম লীগ __ সালে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেছে?

(i) নভেম্বর, ১৯৪৬  (ii) অক্টোবর, ১৯৪৬ (iii) জানুয়ারি, ১৯৪৭  (iv) ডিসেম্বর, ১৯৪৬  

(3) পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল __

(i) ১৯০৯ (ii) ১৯০৬ (iii) ১৯৪০ (iv) ১৯১৬ 

(4). ১৯০৬ সালে __ রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় 

(i) মুসলিম লীগ (ii) ভারত সভা (iii) ভারতের কমিউনিস্ট পার্টি (iv) বেঙ্গল জমিদার লীগ 

(5). ভারতের পশ্চিমতম ও পূর্বতম বিন্দুদ্বয়ের  মধ্য স্থানীয় সময়ের পার্থক্য কত? 

(i) ২ঘণ্টা (ii) ১ ঘন্টা ৫৭ মিনিট (iii) ২ঘণ্টা 15 মিনিট (iv) ১ ঘন্টা ৩০ মিনিট   

(6). কারেওয়ার মত হিমাবাহ __ জায়গায় দেখা যায়। 

(i) তিস্তা উপত্যকায় (ii) ঝিলাম  উপত্যকায় (iii) ইরাবতী উপত্যকায় (iv) চন্দ্রভাগা উপত্যকা       

(7). স্পন্দন উৎপাদন __ ঘটনার ফলাফল। 

(i) ব্যতিচার (ii) অনুরণন (iii) উপরিপাত (iv) প্রতিফলন 

(8). প্রেক্ষাগৃহের মধ্যে শব্দের যে অনুকরণ হয় তার প্রধান কারণ কি? 

(i) ব্যতিচার (ii) প্রতিফলন (iii) ডিফ্রেশন (iv) শোষণ 

(9). স্টকহোম কনফারেন্স প্রেক্ষাপটে ভারত সরকার কত সালে পরিবেশ পরিকল্পনা সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে?

(i) ১৯৮০ সালে (ii) ১৯৭২ সালে (iii) ১৯৯০ সালে (iv) ১৯৮৫ সালে    

(10). ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি __ 

(i) সোলোর তত্ত্ব নির্ভর (ii) হ‍্যারড ডোমার তত্ত্ব নির্ভর (iii) মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর (iv) মহলানবীশ তত্ত্ব নির্ভর 

Ans: (1) লাহোর (2) অক্টোবর ১৯৪৬  (3) ১৯৪০ (4) মুসলিম লীগ (5) ১ ঘন্টা ৫৭ মিনিট (6) ঝিলাম  উপত্যকায় (7) ব্যতিচার (8) প্রতিফলন (9) ১৯৬৬ থেকে ৬৯ (10) মহলানবীশ তত্ত্ব নির্ভর 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button