SSC GD Constable Practice Set 22: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 22 আপলোড করা হলো। আপনারা যারা ইতিমধ্যেই ২১ টি প্র্যাকটিস সেট দেখে ফেলেছেন, তারা দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটটিতে অংশগ্রহণ করুন। এই প্রাক্টিস সেটগুলোতে দেওয়া প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন নিয়মিত অংশগ্রহণ করে সাফল্যের দিকে এগিয়ে যান। 

(1). গান্ধীজী __ এ প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন?

(i) আমেদাবাদ (ii) খেড়া (iii) চৌরিচৌরা (iv) চম্পারন 

(2). সাইমন কমিশন __ সালে ভারতবর্ষে এসেছিল?

(i) ১৯২৭ (ii) ১৯৩৭ (iii) ১৯৪৭ (iv) ১৯৩৫  

(3). ভারতের “অর্ধনগ্ন ফকির” বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই উক্তিটি কার সম্বন্ধে করেছিলেন?

(i) তেজ বাহাদুর সপ্রু (ii) গান্ধীজী (iii) মোহাম্মদ আলী (iv) বি আর আম্বেদকর         

(4). সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন__

(i) গান্ধীজী (ii) বি আর আম্বেদকর (iii) রাজ নারায়ণ (iv) জয় প্রকাশ নারায়ণ    

(5). নিমজ্জিত নদী উপত্যকাকে কি বলা হয়?

(i) রিয়া (ii) ফিয়ার্ড (iii) খাড়ি (iv) ডেল্টা 

(6). রিখটার স্কেল ব্যবহৃত হয় কি মাপার জন্য?

(i) কাঠিন্য (ii) অগ্নুদমন (iii) ভূমিকম্পের তীব্রতা (iv) মৃত্তিকার প্রবেশতা।      

(7). আতস কাঁচ বা সরল অণুবীক্ষণ যন্ত্র কি গঠন করে?

(i) বিবর্ধিত অসদবিম্ব (ii) বিবর্ধিত সদবিম্ব (iii) সংকুচিত অসদবিম্ব (iv) বস্তুর সমমাপ কিন্তু চক্ষুর নিকট অবস্থিত অসদ বিম্ব

(8). ছায়ার উৎপত্তি কি প্রমাণ করে? 

(i) আলোক মোটামুটি সরলরেখায় চলে (ii) আলোকের অপবর্তন ঘটে যে (iii) আলোক একপ্রকার কণিকা (iv) আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ    

(9). কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল?

(i) চতুর্থ পরিকল্পনা (ii) তৃতীয় পরিকল্পনা (iii) ষষ্ঠ পরিকল্পনা (iv) পঞ্চম পরিকল্পনা  

(10). কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল?

(i) চতুর্থ (ii) তৃতীয় (iii) ষষ্ঠ (iv) পঞ্চম 

Ans: (1) চম্পারন (2) ১৯২৭ (3) গান্ধীজী (4) গান্ধীজী (5) রিয়া (6) ভূমিকম্পের তীব্রতা (7) বিবর্ধিত অসদবিম্ব (8) আলোক মোটামুটি সরলরেখায় চলে (9) পঞ্চম পরিকল্পনা (10) চতুর্থ

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button