Home পরীক্ষা প্রস্তুতি ICDS Practice Set 39: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 39: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

0
ICDS Practice Set 39: দ্রুত প্রস্তুতি শুরু করুন 
ICDS Practice Set 39: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

পথ চলতে চলতে আজ আমরা ICDS Anganwadi Helper and Worker 2023 exam এর 39 তম প্রাকটিস সেটে উপস্থিত হলাম। প্রতিদিন সেল্ফ স্টাডির সাথে সাথে এই প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিতে নিখুঁত করে তুলুন। 

(1). গান্ধীজী হিন্দ স্বরাজ কোথায় লিখেছিলেন?

(i) সবরমতী আশ্রমে (ii) ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌ জাহাজে (iii) চম্পারন সত্যাগ্রহের  সময় (iv) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌ জাহাজে    

(2). “স্বরাজ দল’ __সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন

(i) ১৯১৯,১৯২৩ (ii) ১৯২৩,১৯২৬ (iii) ১৯১৯,১৯২০ (iv) ১৯২০,১৯২৬  

(3). “নীলদর্পণ” গ্রন্থের রচয়িতা কে?

(i) দীনবন্ধু মিত্র (ii) রবীন্দ্রনাথ ঠাকুর (iii) বিপিন চন্দ্র পাল (iv) গিরিশচন্দ্র ঘোষ    

(4). জাতীয়তাবাদী সংগঠন পুনা সর্বজনিক  সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 

(i) ১৮৮৫ (ii) ১৮৭০ (iii) ১৯০০ (iv) ১৮৯০  

(5). নাগাল্যান্ডের পাহাড় গুলি কোন কারণে দ্রুত অনুর্বর হয়ে পড়েছে? 

(i) স্থানান্তর কৃষি (ii) অভ্যুত্থান/ বিদ্রোহ (iii) দ্রুতজনসংখ্যা বৃদ্ধি (iv) নগরায়ন  

(6). স্থানান্তর কৃষি নিম্নের কোন রাজ্য একদম দেখা যায় না?

(i) পশ্চিমবঙ্গ (ii) আসাম (iii) অন্ধ্রপ্রদেশ (iv) উড়িষ্যা 

(7). নিকটন কি?

(i) জলে সন্তরণশীল জীব (ii) জলে ভাসমান জীব (iii) জলে নিমজ্জ্মান জীব (iv) জলজ উদ্ভিদের সাথে সংবদ্ধ  প্রাণী 

(8). ফল পাকাতে নিম্নলিখিত কি ব্যবহৃত হয়?

(i) অ্যাসিটিলিন (ii) ইথিলিন (iii) পলিভিনাইল ক্লোরাইড (iv) মিথেন  

(9). ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি?

(i) পশ্চিমবঙ্গ (ii) পাঞ্জাব (iii) অন্ধ্রপ্রদেশ (iv) তামিলনাড়ু   

(10). __ সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?

(i) ১৯৭৭ (ii) ১৯৭২ (iii) ১৯৭৬ (iv) ১৯৭৫  

Ans: (1) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌ জাহাজে (2) ১৯২৩,১৯২৬ (3) দীনবন্ধু মিত্র (4) ১৮৭০ (5) স্থানান্তর কৃষি (6) পশ্চিমবঙ্গ (7) জলে সন্তরণশীল জীব (8) ইথিলিন (9) অন্ধ্রপ্রদেশ (10) ১৯৭৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here