Home পরীক্ষা প্রস্তুতি PSC Clerkship Practice Set 36: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 36: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

0
PSC Clerkship Practice Set 36: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন
PSC Clerkship Practice Set 36: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আমরা এখনো পর্যন্ত PSC Clerkship ২০২৩ পরীক্ষা হেতু 35 টি প্র্যাক্টিস সেট আপলোড করে ফেলেছি। আপনারা যারা এখনো ৩৫টি প্র্যাকটিস সেট দেখেননি তারা দ্রুত পূর্বের প্র্যাকটিস সেট গুলি দেখে আজকের নতুন PSC Clerkship Practice Set 36 এ চোখ বুলিয়ে নিন। কারন এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রচুর প্রশ্ন কমন পাবেন।  

(১). “সমস্ত প্রজা আমার সন্তান” এবং “তাদের সুখই আমার সুখ” – কে বলেছিলেন?

(i) বিন্দুসার (ii) অজাত শত্রু (iii) অশোক (iv) চন্দ্রগুপ্ত    

(2). কে নিজের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেন?

(i) কাকবর্ণ (ii) উদয়ী (iii) বিম্বিসার (iv) চন্দ্রগুপ্ত মৌর্য   

(3). প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?

(i) সমুদ্র গুপ্ত (ii) চন্দ্রগুপ্ত মৌর্য (iii) বিম্বিসার (iv) মহাপদ্মনন্দ  

(4). ইন্ডিকা কে লিখেছিলে?

(i) মেগাস্থিনিস (ii) গন্ডফার্নেস (iii) উইলিয়াম জোন্স  (iv)ভিনসেন্ট স্মিথ                

(5). ভারতের রাঢ় নামে ___ শিল্পনগরটি পরিচিত। 

(i) দুর্গাপুর (ii) আসানসোল (iii) রাউরকেল্লা (iv) বার্নপুর 

(6). পশ্চিমবঙ্গে গঙ্গার উপরাংশকে কি বলা হয়?

(i) ভাবর (ii) টার (iii) রাঢ় (iv) বারিন্দ        

(7). কোন নিয়মের মাধ্যমে গ্যাসকে সহজেই তরলে পরিণত করা হয়?

(i) কম উষ্ণতা এবং নিম্নচাপ (ii) কম উষ্ণতা এবং উচ্চচাপ (iii) উচ্চ তাপমাত্রা এবং উচ্চচাপ (iv) উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ 

(8). স্থির উষ্ণতা এবং চাপে সমান আয়তনে কোন   নির্দিষ্ট পরিমাণ গ্যাসে কি থাকে?  

(i) সমান ভর (ii) সমান ওজন (iii) সমানসংখ্যক অনু (iv) সমান ঘনত্ব  

(9). প্রভূতো পরিমান কালো টাকায় কি সৃষ্টি করে?  

(i) উৎপাদনের মান হ্রাস (ii) আয় বৈষম্য বাড়ানো (iii) B এবং C উভয়েই (iv) সকলের জন্য উচ্চতর জীবন ধারণের মান 

(10). ভারতের কোন মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্য ভাতা নির্ধারিত হয়?  

(i) শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্যসূচক (ii) পাইকারি মূল্যসূচক (iii) শহরবাসী কায়িক শ্রমজীবী ব্যতীত অন্যান্য শ্রমজীবীদের ভোগ্যদ্রব্য মূল্য সূচক (iv) কৃষি শ্রমিকদের ভদ্রব্য মূল্যসূচক। 

Ans: (1) অশোক (2) উদয়ী (3) চন্দ্রগুপ্ত মৌর্য (4) মেগাস্থিনিস (5) দুর্গাপুর (6) বারিন্দ(7) কম উষ্ণতা এবং উচ্চচাপ (8) সমানসংখ্যক অনু (9) আয় বৈষম্য বাড়ানো (10) শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্যসূচক। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here