WBPSC Food SI অ্যাডমিট কার্ড, Exam তারিখ, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, বিস্তারিত দেখে নিন

চলতি বছরের ২২ শে আগস্ট West Bengal Public Service Commission রাজ্য Food Sub-Inspector এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যার ফর্ম ফিলাপ 20শে সেপ্টেম্বর পর্যন্ত চলেছে। প্রায় সারে ১৩ লক্ষ চাকরির প্রার্থী এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিয়েছে।

এখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে নাগাদ WBPSC Food SI পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারব? আপনাকে জানিয়ে রাখি WBPSC Food SI পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার ৭ থেকে ১০ দিন আগে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। বিশেষজ্ঞ মহলের দাবি, পরীক্ষাটি সম্ভবত ২০২৪ সালের ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।

WBPSC Food SI Admit Card Download Process – কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করে WBPSC ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিচে এডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি আলোচনা করা হলো।

স্টেপ 1: অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই WBPSC র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। স্টেপ 2: হোমপেজে প্রবেশ করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক দেখতে পাবেন। স্টেপ 3: সেই লিংকে ক্লিক করে আপনার জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর দিন। স্টেপ 4: তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার আপনি আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে প্রবেশিকা পত্রটিকে ডাউনলোড করুন।

WBPSC Food SI Written Exam Pattern

পরীক্ষাটি সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের হবে। মোট নম্বর ১০০। সময় পাবেন ৯০ মিনিট। যেখানে Arithmetic এ রয়েছে ৫০ নম্বর, General Studies এ রয়েছে ৫০ নম্বর। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে রয়েছে ২০ নম্বর।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button