WB Police News: শূন্যপদ হাজার হাজার, নিয়োগ সামান্য!

কনস্টেবল পরীক্ষা থেকে নিয়োগ, লেগে গেল দুই বছরের বেশি। আর এই নতুন নিয়োগের মধ্যেই আরো কিছু নতুন শূন্য পদ তৈরি হলো। এবং বর্তমানে মার্চ মাস পর্যন্ত সেই সংখ্যাটা ৩২ হাজার। এই কর্মী সঙ্কটের মধ্যেই প্রশিক্ষণ শেষে আগামী জানুয়ারি মাসে কাজে যোগ দেবেন ৮ হাজার কনস্টেবল।

বাংলায় শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ, পুলিশেও একই অবস্থা। হাজার হাজার শূন্য পদ বর্তমান। মারাত্মক কর্মী সঙ্কটে, আইন শৃঙ্খলা রক্ষা করায় দায় হয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর আগামী বছরের জানুয়ারি মাসে ৮০০০ নতুন কনস্টেবল যোগ দেবেন। এছাড়াও চাকরিপ্রার্থীদের করা RTI অনুসারে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত রাজ্য পুলিশে কনস্টেবলে মোট শূন্যপদের পরিমান ৩২ হাজার ১২৩। অফিসার সহ অন্যাণ্য বাকি মিলিয়ে ফাঁকা শূন্য পদ প্রায় 40 হাজার। এমনকি কলকাতা পুলিশেও প্রায় ১০ হাজার শূন্য পদ রয়েছে।

কনস্টেবল পদে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায়, অধিকাংশ থানাতেই রয়েছে একাধিক শূন্যপদ। ফলে টহলদারি, ট্রাফিক সামলানো বা থানার অন্যান্য কাজ করতে গিয়ে প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পুলিশকর্মীদের। মাঝে দুই বছর কোভিদ পরিস্থিতির কারণে নিয়োগ হয়নি। চলতি বছরেও নতুন কোনো নিয়োগ হয়নি। ফলে ধীরে ধীরে কর্মী সংকটের পরিমাণ বেড়েই চলেছে। তবে নিয়ম মেনে প্রতি বছরই অবসর নিচ্ছে প্রচুর পুলিশ কর্মী। কিন্তু সবার বক্তব্য সেই অনুপাতে নিয়োগ কোথায়? শূন্যপদ তো বেড়েই যাচ্ছে। 

প্রাক্তন পুলিশকর্তাদের প্রশ্ন, এই সামান্য লোক বলে কিভাবে সম্ভব পরিষেবা দেওয়া? পুলিশকর্মীরা আর কত ওভারটাইম করবে? প্রাক্তন পুলিশ কর্মী, নজরুল ইসলাম বলেছেন, ” নিয়োগ হচ্ছে না তার একটাই কারণ, রাজ্যের আর্থিক অবস্থা খারাপ। পুজো করার জন্য টাকা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা লক্ষীর ভান্ডারে টাকা দিচ্ছে। এত টাকা এদিকে গেলে, পুলিশকে বেতন দেবে কোথা থেকে? “

এই বিপুল শূন্য পদ নিয়ে শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, “রাজ্যের সমস্ত শূন্য পদগুলির পূরণের চেষ্টা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবদিক থেকে চেষ্টা করছেন। কিন্তু বিভিন্ন সংগঠন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা মামলা মোকদ্দমা আইনি জটিলতা করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে।”

এ বছর মার্চের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, বাংলায় এক লক্ষ জনসংখ্যায় পুলিশের সংখ্যা মাত্র ৯৭.৬৬। অথচ ১ লক্ষ জনসংখ্যায় থাকা উচিত ছিল 160.76 জন। সেই তুলনায় দেশের গড় 152.80 জন। এখন বাহিনীর এই বিপুলশূন্য পদ কবে পূরণ হবে, সেই প্রশ্ন সকলের মধ্যে থেকেই যাচ্ছে। নিচু তলার কর্মী সংকট সামাল দিতে তাহলে কি ভরসা সেই সিভিকরাই? কিন্তু তাদেরকে আইন-শৃঙ্খলার কাজে ব্যবহার করা যায় না। আদালতের সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে।

গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, রাজ্যে পুলিশে আরো ১২০০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে, এই নিয়োগ সংক্রান্তিতো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেই ভবানী ভবন সূত্রে খবর। তবে বাকি শূন্য পদে কবে নিয়োগ হবে তা নিয়ে চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button