পুরানো ভাবমূর্তি ফেরাতে D.EL.Ed নিয়ে নয়া উদ্যোগ পর্ষদের, হাইকোর্টের নতুন নির্দেশ মানতেই হবে

বর্তমানে রাজ্যে নিয়োগ দুর্নীতি আকাশতুঙ্গে। আর এই দুর্নীতিতে রাজ্য শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী জড়িয়ে রয়েছে। কেন্দ্র সংস্থা গুলির কর্মদক্ষতার ফলে একের পর এক গ্রেপ্তার হয়েছে বহু দাপুটে নেতা মন্ত্রী। এমনকি দীর্ঘদিন ধরে জেলবন্দি অবস্থায় রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এরূপ পরিস্থিতিতে পুরনো ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য নড়েচড়ে বসতে দেখা গেল শিক্ষা পর্ষদকে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সিদ্ধান্ত

একটি রিপোর্ট অনুসারে, বর্তমানে পশ্চিমবঙ্গের ৪৪ টি সরকারি এবং ৬০০ টির বেশী বেসরকারি D.EL.ED কলেজ রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে হাইকোর্টকে দেওয়া তথ্য অনুসারে, এখন থেকে সমস্ত D.EL.ED কলেজ আর অফলাইন অ্যাডমিশন হবে না। শুধু তাই নয়, অনলাইন অ্যাডমিশনের সাথে সাথে মেধা তালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। নিয়োগে দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে, এমনই পদক্ষেপ নিতে দেখা গেলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBPPE).

হাইকোর্টের নতুন নির্দেশ

যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, NCTE র (National Council for Teacher Education) নিয়ম অনুসারে টেট(Teacher Eligibility Test) পরীক্ষায় বসার জন্য ডি এল এড করা বাধ্যতামূলক। কোর্সটির মেয়াদ সাধারণত 2 বছর। তবে ছাত্র-ছাত্রীদেরকে এই কোর্সের জন্য তিন বছর পর্যন্ত সময় দেওয়া হয়ে থাকে। তবে, এদিকে আবার ডিএলএড কোর্সে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে এমন প্রশ্ন তুলেছে কলকাতা আদালত। তাই D.EL.ED কোর্সের ভর্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

মানিকের বিরুদ্ধে আরো অভিযোগ

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আবারো এক চাঞ্চল্যকর অভিযোগ আনল ইডি। ইডির দাবী, নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত মানিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে অবস্থিত ৬৪৫টি ডিএলএড কলেজ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছে। এবং পরবর্তীতে সেই সমস্ত টাকা তারই ছেলে সৌভিকের সংস্থায় জমা বলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button