এইভাবে সময় কাজে লাগাও, সরকারি চাকরি পাবেই

এইভাবে সময় কাজে লাগাও, সরকারি চাকরি পাবেই

মাত্র কয়েকদিন আগেই সকলের মুখে একটাই কথা ছিল, চাকরি নেই চাকরির পড়াশোনা করে কি হবে? এখন তারাই বলছে সামনে এতগুলো চাকরি কোনটা ছেড়ে কোনটার জন্য প্রস্তুতি নেব। বর্তমানে রাজ্য ও কেন্দ্রে সরকারি চাকরির জোয়ার এসেছে। তাই এই সময় একটি সরকারি চাকরি বাগিয়ে নিতে পারলে, সারা জীবন আফসোস করতে হবে। সামনে ভোটের কারণে বা যাই হোক না কেন, একের পর এক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে। 

আমরা সকলেই জানি মাত্র কয়েকদিন আগে wbpsc food si, wbp, kp si, wbpsc miscellaneous, Clerkship, slsd, primary, এছাড়াও group d ভীষণ একটি বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। এছাড়াও রাজ্য সরকার বিশাল বড় সংখ্যা কনস্টেবল নিয়োগ করতে চলেছে। সাথে রয়েছে 1 লক্ষের কাছাকাছি icds নিয়োগ। এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে এক লক্ষের কাছাকাছি SSC GD constable, ২ লক্ষের কাছাকাছি রেলের চাকরি নোটিফিকেশন আসতে চলেছে। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট নয়। দ্রুত যেকোনো একটি চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন।

লোকসভা ভোটের আগে রাজ্য সরকার চাকরির বিশাল বড় জগৎ খুলে দিয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোট মিটে যাওয়ার পর ২০২৬ সালের বিধানসভা ভোট আসছে। ২০২৪ সালের নিয়োগ হয়ে যাওয়ার পর বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে ফের নিয়োগ খড়া মৌরসুম আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই ২০২৪-এর আগে যে সমস্ত চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, তার প্রত্যেকটির পরীক্ষা হবেই হবে। তাই এখন সময় রয়েছে, জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। 

সময় নষ্ট করা বন্ধ কর – দেখো তুমি যেমন দিনে ২৪ ঘন্টা পাচ্ছ, একজন মহান মানুষও দিনে ২৪ ঘন্টা পাচ্ছে। এই ২৪ ঘন্টা সময় খেয়ে ঠিকঠাক ভাবে কাজে লাগিয়ে একজন বড় মানুষ বড় কাজ করে, এবং একজন মহান মানুষ মহান কাজ করে। তার একটাই কাজ করে সেটা হচ্ছে সময় সঠিকভাবে গুরুত্ব দেওয়া। তুমিও যদি তোমার এই মূল্যবান সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে পার, তোমাকেও সফল হতে কেউ আটকাতে পারবেনা। এই সময়টিকে বাঁচাতে আমরা সময়ের উপর তিনটে স্ট্র্যাটেজি নিতে পারি। যে স্ট্রাটেজিগুলির ফলে আমরা আমাদের এই সময়টিকে অনেকবেশি শক্তিশালী ও নিপুন ভাবে ব্যবহার করতে পারব।

প্রথম স্ট্রাটেজি – আমরা আমাদের দিনের মোট সময়ের অনেক অংশ অপচয় করে ফেলি। আমাদের যেহেতু হাতে মাত্র তিন চার মাস সময় রয়েছে, তাই এখন আমাদের একদম সময় অপচয় করলে হবে না।

দ্বিতীয় স্ট্রাটেজি – সময়টিকে একের খাত থেকে অন্যের খাতে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটি কম গুরুত্বপূর্ণ কাজ। কম গুরুত্বপূর্ণ কাজের সময় থেকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ কাজে সময়টিকে অল্টারনেট করতে হবে।

তৃতীয় স্ট্রাটেজি – আর এই সময়ে খুবই মনোযোগী হয়ে গুরুত্বপূর্ণ কাজ গুলি করতে হবে। যাতে অল্প সময়ে অনেক বেশি কাজ করা যেতে পারে। তুমি যদি এই তিনটি স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারো, হাতে খুব অল্প সময় থাকা সত্ত্বেও তুমি সফল হতে পারবে। কারণ একবার তুমি কষ্ট করে সাফল্য পেলে, বাকি জীবনটা তোমার নিশ্চিন্তে কাটবে।

তাই তুমি এখনই একটি খাতা পেন নিয়ে বসে লিস্ট কর দিনের কোন কোন সময় তুমি অপচয় কর। খুব ভালো করে লিস্ট করে নিয়ে সেই অপচয় সময়গুলিকে একটা একটা করে বাদ দিতে হবে। তবে তুমি কোন সময় অপচয় করো সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে একটা জিনিস বলতে পারি তুমি তোমার ফোন থেকে একটু দূরে থাকো।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button