SSC GD Constable 2023 পরীক্ষার তারিখ জানিয়ে দিলো ssc.nic.in

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ড SSC GD Constable 2023 পরীক্ষার তারিখ জানিয়ে দিল। অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, আগামী নভেম্বর মাসের ২৪ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর পরীক্ষা হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 তারিখে এবং পরের মাসের অর্থাৎ মার্চ মাসের 1, 5, 6, 7, 11, 12 তারিখে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৮৪ হাজার ৮৬৬ জন কনস্টেবল নিয়োগ করা হবে।

কম্পিউটার বেসড টেস্ট (CBT) এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। যার মাধ্যমে constable (various security force), CAPFs, SSB,  NCB, rifleman নিয়োগ করা হবে।

এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য পুরুষ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে মহিলাদের ক্ষেত্রে কিছুটা নমনীয় রয়েছে। মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে সমস্ত প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হয়েছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। 

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Step 1: আবেদন করার জন্য আপনাকে শুরুতেই SSC র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ প্রবেশ করুন। Step 2: তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন নাম, জন্ম তারিখ, email address, কন্টাক্ট ইনফর্মেশন দিয়ে রেজিস্ট্রেশন করুন। Step 3: রেজিস্ট্রেশন করার পর পুনরায় লগইন করে আবেদনপত্র ওপেন করুন। Step 4: এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, কন্টাক্ট ডিটেলস দিয়ে আবেদনপত্র পূরণ করুন। Step 5: সিগনেচার এবং ফটোকপি আপলোড করুন। Step 6: সবশেষে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ তারিখ – ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে 24শে নভেম্বর 2023. পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 তারিখে এবং পরের মাসের অর্থাৎ মার্চ মাসের 1, 5, 6, 7, 11, 12 তারিখে।

SSC Exam Calendar 2023

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button