PSC Clerkship পরীক্ষা পাস করতে যে 5টি বই পড়তেই হবে, Book List দেখে নিন

এই সবেমাত্র PSC Clerkship 2023-24 পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হলো। অফিসিয়াল রিপোর্ট অনুসারে, প্রায় ৮ লক্ষ ৪০ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছে। যে সংখ্যাটি গতবারের তুলনায় অনেক বেশি। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আবেদনকারীর ৭০% এর বেশি চাকরি প্রার্থী গ্রাজুয়েট। সুতরাং, এই পরীক্ষাটি যে কতখানি কম্পিটিটিভ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদমাধ্যম অনুসারে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার 6000 এর বেশি যোগ্য চাকরিপ্রার্থীকে ক্লার্কশিপ পদে নিয়োগ করতে চলেছে। আবেদনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষ। শূন্য পদের সংখ্যা সেই তুলনায় অনেক কম। তাই এই কম্পিটিশনের জগতে টিকে থাকার একমাত্র উপায় হল, অন্যদের তুলনায় অনেক ভালো প্রিপারেশন নেওয়া। আর উন্নতি তুলনায় অনেক ভালো পিপারেশন নেওয়ার জন্য প্রয়োজন ভালো একটি বই।

আজ আমরা আপনাদের PSC Clerkship 2023-24 প্রিলিমিনারী পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশ কয়েকটি ভালো বেস্ট বুক সাজেস্ট করতে চলেছি। প্রিলিমস পরীক্ষায় ইংলিশ এর জন্য ৩০ নম্বর থাকবে। অংকে থাকবে ৩০ নম্বর। আর জেনারেল স্টাডিসে থাকবে ৪০ নম্বর। যে বই বইগুলি ফলো করলে আপনি সহজেই WBPSC Clerkship 2023 পরীক্ষাটি পাস করতে পারবেন। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেই গুরুত্বপূর্ণ বই গুলি কি দেখে নেওয়া যাক।

BookReasonsAuthor NamePurchase Link
Objective General Englishfor vocabolarySP BakshiAmazon Link
Grammermiscellaneous error correctionpk dey sarkarAmazon Link
Math
(Competitive Mathematics Challenger)
all mathRS AgarwalAmazon Link
GK (সব থেকে ভালো বই)general studiesLila RoyAmazon Link
জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া ২০২৩ Tapati Publicationgeneral studies 2Tapati publicationAmazon Link

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button