11 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

11 January 2024 তারিখের Current Affairs নিয়ে চলেছে এলাম। Current Affairs সমস্ত পরীক্ষায় আসবেই আসবে। তাই আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে এড়িয়ে চলেন, তাহলে আপনি ভীষণ বড়ো ভুল করছেন। তাই কষ্ট করে হলেও প্রতিদিন daily current affairs প্রস্তুত করে রাখুন। আর বেশী কথা না বাড়িয়ে চলুন, আজকের current affairs দেখে নেওয়া যাক।

11 January 2024 Current Affairs

আধুনিক ফরাসি ইতিহাসে গ্যাব্রিয়েল আটাল সবথেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়া কালে তার বয়স কত ছিল?

  • ৩৪ বছর
  • ৩০ বছর
  • ৪০ বছর
  • ৩৭ বছর

শীগ্রই গ্যাব্রিয়েল আটালকে ফ্রান্সের পরবর্তী প্রধান মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হচ্ছেন। আধুনিক ফরাসি ইতিহাসে তিনিই হচ্ছেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন। 

বর্তমানে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করা হলো। এই শো-তে কোন দেশের রাষ্ট্রপতিরা উপস্থিত ছিলেন?

  •  মোজাম্বিক ও তিমুর লেস্টে
  •  মোজাম্বিক ও মালদ্বীপ
  •  জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাত 
  •  মোজাম্বিক এবং সংযুক্ত আরব আমিরাত

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ১০ই জানুয়ারি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে এই গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করলেন। যেখানে মোজাম্বিক ও তিমুর লেস্টের রাষ্ট্রপতিরা এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল উপস্থিত ছিলেন। গুজরাটের এই গ্লোবাল ট্রেড শো ভারতের সর্বকালের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো। পাঁচ দিনব্যাপী এই বিশ্ব বাণিজ্য প্রদর্শনীতে ১০০ টি দেশ অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৩৩ টি দেশ অংশীদার হিসেবে যোগ নিচ্ছে। 

সম্প্রতি মোঃ সামি সহ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার সম্মানে সম্মানিত হলেন?

  • 23
  • 20
  • 30
  • 26

মোহাম্মদ সামি সহ ২৬ জন খেলোয়ারকে অর্জুন পুরস্কার সম্মানে সম্মানিত করা হলো। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের পর অর্জুন পুরস্কার দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিয়া পুরস্কার। এই পুরস্কার দেশের রাষ্ট্রপতি খেলোয়াড়দের হাতে তুলে দেয়। সাত্ত্বিক সাইরাস এবং চিড়াগ সেঠি মেজর ধ্যানচাঁদ খের রত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। 

সম্প্রতি নতুন টেনিস বল T10 ক্রিকেট টুর্নামেন্টের নাম কি দেওয়া হলো?

  •  ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)
  •  টেনিস ক্রিকেট লিগ (TCL)
  •  ইন্ডিয়ান স্ট্রিট ক্রিকেট লিগ (ISCL)
  •  টেনিস প্রিমিয়ার লিগ (TPL)

ভারতের মুম্বাই শহরে প্রথমবারের জন্য এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ২০২৪ সালের ২রা মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৯ টি ম্যাচ হবে। ডিউস বলের পরিবর্তে টেনিস বলে খেলা হবে। এই প্রতিযোগিতা সব মিলিয়ে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করতে চলেছে। হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, শ্রীনগর এবং চেন্নাই দল। 

কোন দেশ এই বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলেছে?

  •  জার্মানি 
  •  ভারত 
  •  আর্জেন্টিনা
  •  নরওয়ে

ভারতে এই প্রথমবারের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলেছে। 

২৭তম জাতীয় যুব উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?

  •  বারাণসী
  •  পাটনা
  •  কলকাতা
  •  নাসিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের নাসিকে ১২ই জানুয়ারি ২৭ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করতে চলেছেন। এই উৎসবে তিনি ভারতের সমস্ত যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেবে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এই যুব দিবস পালন করা হয়। বেশ কয়েকটি সরকারি দপ্তরের সহযোগিতায় ভারতের বিভিন্ন জেলায় অবস্থিত যুব বিষয়ক অধিদপ্তর সমস্ত মাঠ সংস্থার মাধ্যমে এই উৎসব পালন করবে। 

ক্রিয়া ও গেমস ২০২৩ এ কতজন ব্যক্তিকে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হচ্ছে?

  •  5 জন 
  •  3 জন 
  •  8 জন 
  •  7 জন 

বিভিন্ন স্পোর্টস কোচিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। 

ISRO সম্প্রতি FEAST সফটওয়্যার থেকে লঞ্চ করেছে। কিসের উদ্দেশ্যে এই সফটওয়্যার লঞ্চ করা হয়েছে?

  • Weather forecasting
  • Structural analysis
  • Satellite Communications
  • Space exploration

এই সফটওয়্যারটি বিমান, রকেট, বিল্ডিং, স্যাটেলাইট এবং বিভিন্ন ধরনের কাঠামোর সসীম উৎপাদন বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয়।  

কোন দেশ সম্প্রতি মহাকাশে long March 11 ক্যারিয়ার রকেটটিকে সফলভাবে উৎক্ষেপণ করল?

  •  জাপান 
  •  মার্কিন যুক্তরাষ্ট্র
  •  চীন
  •  অস্ট্রেলিয়া 

চীন সম্প্রতি সফলভাবে মহাকাশে long March 11 ক্যারিয়ার রকেটটিকে সফলভাবে উৎক্ষেপণ করেছে। 

ইস্পাত উৎপাদনের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারত কত তম স্থানে অবস্থান করছে?

  • প্রথম 
  • দ্বিতীয় 
  • তৃতীয় 
  • চতুর্থ

 ইস্পাত উৎপাদনের দিক থেকে বিশ্বে ভারত দ্বিতীয় পজিশনে অবস্থান করছে। প্রথম পজিশনে রয়েছে চীন।

World day for war orphans কত তারিখ নাগাদ পালন করা হয়?

  • 3 জানুয়ারি
  • 4 জানুয়ারি
  • 5 জানুয়ারি
  • 6 জানুয়ারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button