আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 16th October 2023, প্রস্তুতি নেওয়া শুরু করুন

আজ আমরা ১৬ই অক্টোবর ২০২৩ সালের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করতে চলেছি। কম্পিটিটিভ এক্সাম এর উপর যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার গুলি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স বাধ্যতামূলক আসবে। সুতরাং আপনি যদি রেগুলার বেসিসে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে চোখ ফুলিয়ে রাখেন তবে আপনার প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে। সুতরাং আর কথা না CHOবাড়িয়ে আজকে কারেন্ট অফিস গুলো দেখে নেওয়া যাক  

ভারতের কোন রাজ্য সরকার ‘Lek Ladki Scheme’ লঞ্চ করল?

(i) উত্তর প্রদেশ (ii) মহারাষ্ট্র (iii) পাঞ্জাব (iv) তামিলনাড়ু

Ans. মহারাষ্ট্র

কোন রেসার সদ্য অনুষ্ঠিত ‘ Qatar Grand Prix 2023’ জিতলো?

(i) লুইস হ্যামিলটন (ii) সার্জিও পেরেজ (iii) কার্লস সেঞ্জ জুনিয়র  (iv) ম্যাক্স ভাস্তাপেন  

Ans. ম্যাক্স ভাস্তাপেন 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সাম্প্রতি কোন দেশকে বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য 338 মিলিয়ন ডলার ঋণ প্রদান করল?

(i) নেপাল (ii) বাংলাদেশ (iii) ভুটান (iv) ভারত 

Ans. বাংলাদেশ

ভারত কোন শহরে ‘world food India 2023’ আয়োজন করলো?

(i) Chennai (ii) Kolkata (iii) Bangalore (iv) New Delhi

Ans. New Delhi

কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সব থেকে দ্রুততম সেঞ্চুরির অধিকারী হলেন?  

(i) বিরাট কোহলি (ii) রোহিত শর্মা (iii) রবীন্দ্র যাদেজা  (iv) শুভমান গিল

Ans. রোহিত শর্মা

ভারতের কোন শহর প্রথম ‘ওয়েট ল্যান্ড সিটির’ তকমা পেতে চলেছে? 

(i) নৈনিতাল (ii) উদয়পুর (iii) জয়পুর (iv) কোচিন 

Ans. উদয়পুর

কোন লেখক ‘Surya Vamsam’ বইটির জন্য ‘সরস্বতী সম্মান ২০২২’ পেতে চলেছে?

(১) ব্যাসদেব মাহি (২) কে শিবা রেড্ডি (৩) শিবাশঙ্করী  (৪) রাম দারাস মিশ্র 

Ans. শিবাশঙ্করী

‘2023 world athlete of the Year award’ এর জন্য কে মনোনীত হলেন?

(১) পি আর শ্রীজেশ (২) নিরজ চোপড়া (৩) রবি কুমার দাহিয়া (৪) পি ভি সিন্ধু  

Ans. নিরজ চোপড়া

World standard day কত তারিখে পালন করা হয়?

(১) 12ই অক্টোবর (২) 13ই অক্টোবর (৩) 14ই অক্টোবর (৪) 15ই অক্টোবর 

Ans. 14ই অক্টোবর

International e-Waste Day কবে পালন করা হয়?

(১) 12ই অক্টোবর (২) 13ই অক্টোবর (৩) 14ই অক্টোবর (৪) 15ই অক্টোবর

Ans. 14ই অক্টোবর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button