মাধ্যমিক পাশে কেন্দ্রীয় স্কুলে MTS পদে কর্মী নিয়োগ, বেতন ১৮০০০ টাকা

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সূবর্ণ সুযোগ। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে রাজ্যের ছেলে, মেয়ে যে কোন চাকরিপ্রার্থী আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য নিচের প্রতিবেদনটি ভালোভাবে অনুসরণ করুন।

নিয়োগকারী সংস্থা – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ( National Institute Of Open Schooling )

বিজ্ঞপ্তি নম্বর – NIOS/RC/04/2023

মোট শূন্যপদ – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং – এ মোট ৬২টি শূন্যপদে নিয়োগ হবে। বিস্তারিত জানার জন্য নিচে লিংক দিয়ে দেওয়া হলো। সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিশদে জেনে নেওয়া যাবে।

পদের নাম – গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C- তিন ধরনের বিভাগে নিয়োগ করা হবে নিচে প্রত্যেকটি পদ সম্পর্কে আলোচনা করা হলো–

1) Assistant Director,Deputy Director, Academic Officer ( Group – A ).

2) Graphic Artist, EDP Supervisor, Junior Engineer, Section Officer, Public Relation Officer ( Group – B ).

  1. 3) Junior Assistant, Multi Tasking Staff, Stenographer, Assistant ( Group- C).

শিক্ষাগত যোগ্যতা – এখানে প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 

  • Group A বিভাগে যে চাকরির পদ গুলি রয়েছে সেখানে আবেদন করতে হলে আবেদনকারীদের অবশ্যই মাস্টার ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
  • Group B বিভাগে চাকরির জন্য আবেদনকারীদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে।
  • Group C বিভাগে চাকরির জন্য আবেদনকারীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • MTS পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে।

বয়স সীমা – Group A পদের জন্য সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ৪২ বছর, Group B পদের জন্য সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ৩৭ বছর এবং Group C পদের জন্য সর্বোচ্চ বয়স ২৭ বছর। এসসি এসটি এবং ওবিসি চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি – এই পদগুলির জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সবশেষে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন করা হবে।

বেতন – বিভিন্ন পদের জন্য মাসিক বেতন আলাদা রয়েছে। অফিসিয়াল নোটিশ এ উল্লেখ করার রয়েছে ন্যূনতম ১৮০০০ টাকা থেকে বেতন শুরু হবে। 

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যেখানে আপনাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা ইমেল শিক্ষাগত যোগ্যতার বিবরণ প্রদান করতে হবে। এরপর আবেদন মূল্য পেমেন্ট করে ফরম ফিলাপ সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানার জন্য নিচে অফিশিয়াল নোটিসের লিংক দিয়ে দেওয়া রইল আপনারা ডাউনলোড করে নিতে পারেন।

আবেদন মূল্য – আবেদন মূল্য বিভিন্ন পদের জন্য আলাদা রাখা হয়েছে নিচে আলোচনা করা হলো। GROUP A(UR/OBC) – 1500/-, GROUP B & GROUP C ( UR/OBC ) -1200/-, GROUP A – ( SC/ST/EWS ) – 750/-, GROUP B(SC/ST) – 750/-, GROUP B & C (EWS) – 600/-, GROUP C( SC/ST) – 500/-

প্রয়োজনীয় ডকুমেন্ট – শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ইত্যাদি।

গুরুত্বপূর্ণ তারিখ-আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।

Apply Online – Click Here

Official Notice – Click Here 

Official Notice II – Click Here 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button