Work From Home করতে চান? টপ 5 লিস্ট দেখুন

Work From Home বাড়ি বসে তোমরা সহজেই এই চাকরি করতে পারবে,বিস্তারিত আলোচনা করা হলো

প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই আমাদের কাছে “Work From Home” চাকরি সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছিলে। এবং আমরা বরাবর চেষ্টা করি আমাদের পাঠকদের কথা রাখার। তাই আজকে আমরা এই প্রতিবেদনে “Work From Home” চাকরি সম্পর্কে কিছু গুরুত্বূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।

বন্ধুরা বাড়িতে বসে কাজের এই প্রচলন ২০২০ এর পর অনেকটাই বেড়েছে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সব চাকরির জন্য কিন্তু বাড়ি বসে চাকরির সুযোগ থাকে না। তাই এই প্রতিবেদনে আমরা মোট ৫টি চাকরি নিয়ে আলোচনা করবো, যেসব চাকরি জন্য তোমরা খুব সহজেই বাড়ি বসে কাজের সুযোগ সুবিধে পেয়ে যাবে।

Top Work From Home Opportunity

Freelancer Writer

বিভিন্ন কোম্পানির জন্য কন্টেন্ট তৈরি করে দেয়। কিন্তু এটা পুরোপুরি ভাবে তারা কোনো কন্ট্রাক্ট ছাড়াই করে। তারা বিভিন্ন প্রোডাক্ট এর জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করে কোম্পানিদের প্রদান করে। আর তার জন্য Freelancer Writer মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। এই কাজটি খুব সহজেই বাড়ি বসে করা যাবে এবং এটির জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না শুধুমাত্র কন্টেন্ট ভালো ভাবে লিখতে জানলেই, তোমরা এই চাকরি করতে পারবে। এই চাকরি খুঁজতে অবশ্যই তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো। মাসে খুব সহজেই একটি freelance writer এই মুহূর্তে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারছে।

Social Media Manager

আজকের ইন্টারনেটের যুগে কমবেশি প্রায় সব কোম্পানিদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি জাগায় নিজস্ব একাউন্ট রয়েছে। তো এসব একাউন্ট খুব ভালোভাবে ম্যানেজ করা একটি Social media manager এর কাজ। এই কাজটিও তোমরা খুব সহজে বাড়ি বসে করতে পারবে।এই চাকরি পেলে তোমরা খুব সহজেই মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবে। যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র ইংলিশ  ভাষায় তোমাদের ভালো হতে হবে। এই চাকরি খুঁজতে অবশ্যই তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো।

Web Designer

আজকের ইন্টারনেটের যুগে প্রায় ছোট বড় সব কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থাকে। যেকোনো কোম্পানি অথবা যেকোনো ব্যবসার জন্য website আজকের দিনে আবশ্যক হয়ে পড়েছে। আর এই website বানিয়ে দেবার জন্য এক একজন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে নেয়। আর এই কাজগুলো তোমরা বাড়িতে বসেই করতে পারবে। কিন্তু এই কাজের জন্য তোমাদের কোনো কোর্স করে নিয়ে কাজ শিখে নিতে হবে, তারপর তোমরা এই কাজ সহজেই করতে পারবে।

SEO Executive

SEO executive পদে তোমাদের কাজ হবে – যেকোনো ব্যবসার অথবা যেকোনো কোম্পানির একটি website – কে ইন্টারনেটে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া। যাতে সেই ওয়েবসাইটে অনেক মানুষ ভিজিট করে এবং কোম্পানি লাভবান হয়। এই চাকরি খুঁজতে অবশ্যই তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো।

Data Entry Executive 

এই পদে চাকরির জন্য সুযোগ অনেকটাই এই মুহূর্তে কমে এসেছে কিন্তু, তা সত্ত্বেও এখনো অব্দি চাকরি বাজারে এই পদের জন্য চাহিদা রয়েছে। তোমরা চাইলে ডেটা এন্ট্রি কাজ করেও বাড়ি বসে থেকে একটা ভালো ইনকাম করতে পারবে। এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 15 হাজারেরও বেশি ডেটা এন্ট্রির চাকরি রয়েছে। তোমরা আরো ভালোভাবে জানতে অবশ্যই ইন্টারনেটে সার্চ করো। এই কাজটি যারা কম্পিউটার ব্যবহার করতে জানো তারা খুব সহজেই করতে পারবে।

Note-বন্ধুরা তোমাদেরকে জানাতে চাই এই বাড়ি বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে প্রচুর অপরাধীরা বিভিন্ন গরিব মানুষদের টাকা লুট করছে। তোমরা অবশ্যই মাথায় রাখবে কোন প্রাইভেট চাকরি পাওয়ার জন্য কোম্পানি টাকা নেয় না তাই ভুল করেও কাউকে টাকা দেবে না।

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button