জাহাজ নির্মাণ কারখানায় ম্যানেজার নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

রাজ্যের চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটে উঠতে চলেছে। সম্প্রীতি কোচিন শিপাইয়ার্ড লিমিটেডে একাধিক যোগ্য প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যারা জাহাজ নির্মাণ কারখানায় চাকরি করতে চাইছেন তাদেরকে 27/09/2023 তারিখের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভ্যাকেন্সি ডিটেলস

CSL Kolkata ship repair unit, Cochin Shipyard  Limited এর তরফ থেকে প্রজেক্ট ম্যানেজার অফিসার (মেকানিক্যাল) শূন্য পদের জন্য মোট ৪ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে।

আবেদন করার যোগ্যতা

১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থী যাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিয়ে ৬০% শতাংশ নম্বরের সঙ্গে ডিগ্রী অর্জন করেছে তারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করার যোগ।

অতিরিক্ত যোগ্যতা

চাকরিপ্রার্থীদের উপরে উল্লেখিত যোগ্যতা থাকার পাশাপাশি, জাহাজ নির্মাণ কোম্পানিতে কাজের অভিজ্ঞতা এবং মেরিন বা পোর্ট সম্পর্কিত কোন সরকারি বা বেসরকারি কোম্পানিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই চাকরির ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পাবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য, অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের দুটি স্টেপ অতিক্রম করে এই চাকরি পেতে হবে। প্রথমত অব্জেক্টিভ টাইপ টেস্ট, দ্বিতীয়ত এবং শেষ ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় দিতে হয়।

মাসিক বেতনের পরিমাণ

ইন্টারভিউয়ের মাধ্যমে যে সমস্ত প্রার্থী কোয়ালিফাই করবে, তারা শুরুতেই মাসিক ৩৭ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবে।

অ্যাপ্লিকেশন প্রসেস

Step 1: চাকরির ক্ষেত্রে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই নিবন্ধের নিচে দিয়ে দেওয়া হলো। Step 2: অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করার পরে প্রার্থীদের প্রথমেই বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসের সাহায্যে রেজিস্ট্রেশন করতে হবে। Step 3: তারপর পুনরায় লগইন করে নিয়ে আবেদনপত্র টিকে ওপেন করতে হবে। Step 4: আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় ও নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করুন। Step 5: তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। Step 6: এবং সবশেষে আবেদন আবেদন পত্রটিকে ভালোভাবে চেক করে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট বটনে ক্লিক করুন।

যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন

 ফটো আইডেন্টিটি প্রুভ, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মাধ্যমিকের এডমিট কার্ড, etc.

গুরুত্বপূর্ণ তারিখ

এই চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল – ০৬/০৯/২০২৩, আবেদন শুরু হয়েছিল – ০৬/০৯/২০২৩, আবেদনের শেষ তারিখ – ২৭/০৯/২০২৩.

Official WebsiteClick Here
Official NotificationClick Here
Apply OnlineClick Here
Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button