দেওঘর AIIMS-এ 91টি শূন্যপদে নিয়োগ, আবেদন চলছে

All India Institute of Medical Sciences (AIIMS) দেওঘর গ্রুপ B আর C পদে নিয়োগের জন্য ঘোষণা করেছে। এটি নন-ফ্যাকাল্টি গ্রুপে নিয়োগ হবে‌। www.aiimsdeoghar.edu.in-এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পদের সংখ্যা 91টি। আবেদনের শেষ‌ তারিখ 16ই নভেম্বর 2023. আবেদন করার সময় প্রার্থীকে কোনো ডক্যুমেন্ট পাঠানোর দরকার নেই। আবেদনের একটি পিডিএফ কপি প্রার্থীকে রাখতে হবে এবং পরবর্তীকালে সেটি ডক্যুমেন্ট ভেরিফিকেশনের সময় বা যখন দরকার তখন প্রয়োজন হবে‌‌। 

পদের সংখ্যা – ল্যাব অ্যান্টেন্টেড – 8টা, হসপিটাল অ্যাটেন্টেড – 40টি পোস্ট, ল্যাব টেকনিশিয়ান – 5টি পোস্ট, ফার্মাসিস্ট গ্রেড II – 5টি পোস্ট, স্টোর কিপার – 6টা পোস্ট, অফিস অ্যাসিন্টেন্ট – 5টি পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারি – 3টি পোস্ট, জুনিয়র ওয়ার্ডেন – 4টি পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার – 2টি পোস্ট, লাইব্রেরীয়ান – 3টি পোস্ট, হোস্টেল ওয়ার্ডেন – 2টি পোস্ট, অ্যাসিন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার – 1টি পোস্ট, ক্যাশিয়ার – 2টি পোস্ট, টেকনিশিয়ান/টেকনিক্যাল অ্যাসিন্টেন্ট – 1টি পোস্ট, এবং মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার – 1টি পোস্টে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। 

আবেদনের বয়সসীমা

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার (অ্যাকাউন্ট্যান্ট), অ্যাসিন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান গ্রেড-III, ল্যাব টেকনিশিয়ান, অফিস অ্যাসিন্টেন্ট (এনএস), এবং ক্যাশিয়ার  21-30 বছর। ফার্মাসিস্ট গ্রেড II — 21-27 বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার (A/C&R), এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) — বয়স 30 বছরের বেশি নয়। হসপিটাল অ্যাটেন্টেড গ্রেড III (নার্সিং অর্ডারলি) — 18-30 বছর। ল্যাব অ্যাটেনডেন্ট গ্রেড II — 18-27 বছর।

জুনিয়র ওয়ার্ডেন (হাউস কিপার) এবং হোস্টেল ওয়ার্ডেন — 30-45 বছর। স্টোর কিপার এবং মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার — 30-45 বছর‌। টেকনিশিয়ান/টেকনিক্যাল অ্যাসিন্টেন্ট — 25-35 বছর‌। লাইব্রেরিয়ান গ্রেড-I (ডকুমেন্টালিস্ট) —  21-35 বছর‌।

আবেদন করার যোগ্যতা – বিভিন্ন পদের জন্য আবেদন করার যোগ্যতা ভিন্ন ভিন্ন। তাই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীকে যোগ্যতা এবং বয়সসহ অন্যান্য বিষয় দেখে নিতে হবে‌। 

আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সক্রিয় আবেদন লিংক এই নিবন্ধের নিচে দিয়ে দেওয়া হলো। আপনারা এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আবেদনের ফি – জেনারেল/OBC – 1500 টাকা।, SC/ST/EWS – 1200 টাকা। তবে PwBD এবং মহিলা প্রার্থীদের ফি দেওয়ার প্রয়োজন নেই।

সিলেকশন প্রসেস – গ্রুপ ‘বি’ এবং ‘সি’ পদে নিয়োগের জন্য কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে‌ তবে ডক্যুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই অন্যান্য ক্রাইটেরিয়া পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২৭/১০/২০২৩. আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ২৭/১০/২০২৩. আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 16/11/2023. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official Website – Click Here

Official Notification – Click Here

Apply Online – Link

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button