মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনস্থ সংস্থায় Group-C কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

সম্পাদক মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা BEML একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যারা এই সংস্থায় চাকরি করতে চাইছেন, তাদেরকে এই নিবন্ধটিকে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আবেদন করার পূর্বে এই আর্টিকেলটিকে গুরুত্বপূর্ণ সহকারে অনুসরণ করুন।

ভ্যাকান্সি ডিটেলস – অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে, 3 ধরণের পদে 6 ধরণের ডিপার্টমেন্টের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেখানে মেকানিক্যাল বিভাগে ৫২ টি, ইলেকট্রিক্যাল – ২৭, সিভিল বিভাগে 7 টি, Machinist – ১৬, Turner – ১, Trainee Nurse বিভাগের 1 টি শুন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন করার যোগ্যতা

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ৬০% নম্বর সহ ডিপ্লোমা অর্জন করতে হবে। বয়স হতে ২৯ বছরের মধ্যে।

Machinist, Turner পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে।

Trainee Nurse পরে আবেদন করার জন্য প্রার্থীদের নার্সিং বিভাগে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

উপরে উল্লেখিত প্রত্যেকটি পদের ক্ষেত্রে ভারত সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি চাকরি প্রার্থীরা নির্দিষ্ট অনুপাতে বয়সের ছাড় পেয়ে থাকে।

নিয়োগ পদ্ধতি এবং বেতন – প্রার্থীদের কম্পিউটার কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করা হয়ে থাকে।

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল পদের ক্ষেত্রে মাসিক বেতন 23,910 থেকে 85,570 টাকা, Machinist, Turner পদের ক্ষেত্রে 16,900 টাকা থেকে 60,650 টাকা, ট্রেনি নার্স পদের ক্ষেত্রে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা বেতন দেওয়া হয়।

আবেদন পদ্ধতি – প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই পদের আবেদন লিংক এই নিবন্ধের নিচে সরাসরি দিয়ে দেওয়া হলো। আপনারা সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ – আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ১৮/১০/২০২৩.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official Website – Click Here

Official Notification – Click Here

Apply Online

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button