উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার থেকে শুরু

রাজ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। Indira Gandhi National Open University   (INGNOU)- এর তরফ থেকে এক বিরাট চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো নিচের প্রতিবেদনের মাধ্যমে।

কোন কোন পদে আবেদন করা যাবে? ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বলা হচ্ছে যে এখানে Junior Assistant Cum Typist ও Stenographer পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

১) Junior Assistant – Junior Assistant পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৫০টি। যেখানে UR দের জন্য ১৯ টি, SC দের জন্য ৮ টি, ST দের জন্য ৪ টি, OBC জন্য ১৪ টি এবং EWS প্রার্থীদের জন্য মোট ৫ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য আপনাদের নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ও সাথে অবশ্যই প্রত্যেক মিনিটে ৪০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া নোটিশে উল্লেখ করা রয়েছে যে স্নাতক পাশ করে থাকলে আপনারা সুবিধে পেয়ে যাবেন।

মাসিক বেতন – এই পদের জন্য আপনারা মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা করে পাবেন।

২) stenographer – এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৫২ টি। যেখানে UR,SC,SR,OBC,EWS এর জন্য যথাক্রমে ২৩ টি, ৭ টি, ৩ টি, ১৪ টি,  ৫ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা – ১৮ বছর বয়স থেকে ৩০ বছরের বয়সের মধ্যে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য আপনাদের নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ও সাথে অবশ্যই প্রত্যেক মিনিটে ৪০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া নোটিশে উল্লেখ করা রয়েছে যে স্নাতক পাশ করে থাকলে আপনারা সুবিধে পেয়ে যাবেন।

মাসিক বেতন – এই পদের জন্য আপনারা ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা মাসিক বেতন পাবেন।

আবেদন পদ্ধতি– পুরোপুরি অনলাইনের মাধ্যমে আপনাদের এই চাকরিতে নিয়োগ করা হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। নিজেদের মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য – (UR) এবং OBC আবেদনকারীদের জন্য আবেদন মূল্য ১০০০/- টাকা করে রাখা হয়েছে এবং SC, ST, EWS, FEMALE ও PwBD আবেদনকারীদের ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ – আবেদনের শেষ তারিখ রয়েছে ২১ ডিসেম্বর ২০২৩ । 

Official Notice – Click Here

Official Website – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button