ইন্ডিয়ান ব্যাংকে চাকরির সুযোগ, 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে

সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের সেলফ এমপ্লয়ী ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা, ইন্ডিয়ান ব্যাংকের faulty পদে চাকরি করতে চাইছেন তাদেরকে 30-09-2023 এর আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর কথা না বাড়িয়ে চলন এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভ্যাকেন্সি ডিটেলস

ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রাস্ট ফর রুরাল ডেভেলপমেন্ট (IBTRD), ইন্ডিয়ান ব্যাঙ্ক সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (INDSETIS) এর তত্ত্বাবধানে Faulty পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, as per need অর্থাৎ প্রয়োজন অনুসারে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ১ হতে পারে অথবা ১০০০০ ও হতে পারে।

আবেদন করার যোগ্যতা

MA in (Sociology/Psychology), MSW/MA in (Rural Development), B.Sc. (Veterinary), B.Sc. (Agri.), B.Sc. (Horticulture), B.Sc. (Agri. Marketing)/ B.A. with B.Ed. 

যে সমস্ত প্রার্থীদের উপরে উল্লেখিত যে কোনো কোয়ালিফিকেশন থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

বেতনের পরিমাণ

অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন পোস্টের ভিত্তিতে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের দুটি ধাপে যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। প্রথমত জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটির উপর রিটেন টেস্ট। দ্বিতীয়ত ইন্টারভিউ. এই ইন্টারভিউয়ের মাধ্যমে যে সমস্ত প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে, তারাই কেবলমাত্র চাকরির সুযোগ পাবে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে একটি বায়োডাটা রেডি করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফটো, বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করতে হবে। তারপর তা একটি খামে ভরে নিচে দেওয়া অফিশিয়াল অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের আগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা

Indian Bank Self Employment Training Institute,

#2-1264/6, 1ST FLOOR, B.V.REDDY COLONY, Kongareddypalli, Chittoor Dist. -517001. Andhra Pradesh

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৩০/০৯/২০২৩.

Official SiteClick Here
Download NotificationClick Here
Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button