আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 8th November 2023, চাকরির পরীক্ষায় বিশেষ দরকার

8th নভেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স | 8th November 2023 Current Affairs In Bengali PDF

চাকরির পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন আমরা Daily Current Affairs টপিকটি নিয়ে আসি। যাতে করে আপনি আপনার প্রস্তুতি নিখুঁত করে তুলতে পারেন। আজ আর বেশী কথা বাড়াবো না, চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। 

এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি টুর্নামেন্ট 2023 মহিলাদের হকি দল কোন পদক জিতলো?

(i) রুপো (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনোটাই না

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো?

(i) নিকোলাস পুরান (ii) শাই হোপ (iii) জেসন হোল্ডার (iv) সুনীল নারিন

RBI এর নতুন এক্সিকিউটিভ ডেরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অলোক সেন (ii) অশোক দেব (iii) মনোরঞ্জন মিশ্র (iv) মনোজ সান্যাল

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) বিভাস শুক্লা (ii) অশোক লাভাসা (iii) রোহিত ঋষি  (iv) মনোজ সান্যাল 

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ধর্মীয় পর্যটন বৃদ্ধি করার জন্য multi language microsite লঞ্চ করলো?

(i) Uttar Pradesh (ii) Kerala (iii) Tamilnadu (iv) Maharashtra

 সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন শিক্ষককে UNESCO ‘ Global teacher price 2023’ শীর্ষ ১০ জন চূড়ান্ত প্রার্থীদের একজন হিসেবে স্বীকৃতি দিল?

(i) কৃষ্ণেন্দু চৌধুরী (ii) দীপ নারায়ণ নায়েক (iii) রথীন পারেক (iv) অমিত সান্যাল

Vikram 1 নামে সম্প্রতি কে রকেটটি তৈরি করেছে?

(১) ISRO (২) Skyroot (৩) NASA (৪) SpaceX

TRIDENT নামে বিশ্বের বৃহত্তম ghost particles detector নামে যন্ত্র তৈরি করল কোন দেশ?

(১) জাপান (২) চীন (৩) থাইল্যান্ড (৪) উত্তর কোরিয়া

7ই নভেম্বর অনুষ্ঠিত চন্দ্রশেখর ভেঙ্কট রমনের কততম জনবার্ষিকী পালন করা হলো?

(i) 135 তম (ii) 136 তম (iii) 137 তম (iv) 138 তম

Prime Minister Garib kalyan Anna Yojana আগত কত বছরের জন্য বৃদ্ধি করা হলো?

(i) 2 (ii) 3 (iii) 4 (iv) 5 বছর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button