10 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আজকে আমরা এই নিবন্ধের মাধ্যমে 10 January 2024 এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে উপস্থিত হলাম। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনার ক্লার্কশিপ বা upsc যেকোনো চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্ট গুলিকে বিভিন্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। আমরা সেই ভাবেই ইভেন্ট গুলিকে কভার করে থাকি। যাতে করে আপনারা কমন পেতে পারেন। চলুন আর কথা না বাড়ি আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নেওয়া যাক। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করেছে। এর প্রাথমিক উদ্দেশ্য কি?

  • সিডিউল ট্রাইব এবং সিডিউল কাস্ট ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ
  • অবকাঠামো উন্নয়ন
  • স্বাস্থ্যসেবা উদ্যোগ
  • কৃষি সহায়তা

সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামের মাধ্যমে নতুন এই প্রকল্পের সূচনা করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগশ্রী প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতীয় উপজাতি আদিবাসী ছাত্র-ছাত্রী যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের, NEET, JEE, WB JEE প্রভৃতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঘোষণা অনুসারে এই প্রকল্পের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় সব মিলিয়ে ৪৬ টি সেন্টার গঠন করা হবে। যেখানে ২৫০০ জন করে যোগ্য তাফসীর জাতি, উপজাতি এবং আদিবাসী পড়ুয়াদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। 

 কোন রাজ্যের কাপটাগান্ডা শালকে GI ট্যাগ দেওয়া হলো?

  •  সিকিম
  •  ঝাড়খন্ড
  •  ওড়িশা 
  •  অরুণাচল প্রদেশ

বর্তমানে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কোন দল স্বর্ণপদক জিতল?

  • ইরান
  • ভারত
  • দক্ষিণ কোরিয়া
  • মার্কিন যুক্তরাষ্ট্র

কোন কোম্পানি বঙ্গোপসাগরে অবস্থিত কৃষ্ণা গোদাবরী অববাহিকায় অবস্থিত গভীর সমুদ্র প্রকল্পটিকে পরিচালনা করছে ?

  • Indian Oil
  • Indian Petroleum
  • Reliance refinery
  • ONGC

সম্প্রতি 2023 Fide World Rapid Championship জিতলো Magnus Carlsen. ইনি কোন দেশের খেলোয়াড়?

  •  জার্মানি 
  •  সুইডেন 
  •  আর্জেন্টিনা
  •  নরওয়ে

সম্প্রতি কাকে National asset reconstruction company র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হলো?

  •  কিষান কুমার
  •  অজয় কাপুর
  •  নটরাজন সুন্দর
  •  পি সন্তোষ

 সম্প্রতি কোন রাজ্যে Chandubi Mahotsav পালন করা হলো?

  •  আসাম 
  •  বিহার
  •  হরিয়ানা
  •  পশ্চিমবঙ্গ

BIMSTEC এর সেক্রেটারি জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো?

  • তাপস সাঁই 
  • সোমনাথ শর্মা
  • সোমনাথ পান্ডে
  • ইন্দ্র মণি পান্ডে

College Phagthansi Mission শুরু হলো?

  •  মনিপুর 
  •  মেঘালয়
  •  অরুণাচল প্রদেশ
  • আসাম 

ভারতের কোন রাজ্য পেট্রো রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে?

  • রাজস্থান 
  • তামিলনাড়ু 
  • গুজরাট 
  • মহারাষ্ট্র

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button